ক্যারিয়ারজাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স উঠিয়ে দিলে শিক্ষকদের কী হবে?

বেসরকারি কলেজে প্রয়োজনীয় শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় প্রতিষ্ঠানগুলোতে ঠিকমতো লেখাপড়া হচ্ছে না। একাদশ বা ডিগ্রি শিক্ষা কার্যক্রম চালানোই দায়। এমন বাস্তবতায় এ ধরনের কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, নতুন করে ভাবছে মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে, বেসরকারি কলেজে আর কোনো অনার্স-মাস্টার্স কোর্স অনুমোদন দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, আমরা আর সনদধারী বেকার তৈরি করতে চাই না। প্রধানমন্ত্রী জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করে দিচ্ছেন। কাজেই যারা অনার্স-মাস্টার্স করবেন তারা বিশ্ববিদ্যালয় থেকেই করবেন। ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি বিভিন্ন শর্টকোর্স করতে পারি।

এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, বেসরকারি কলেজে নতুন করে আর অনার্স-মাস্টার্স কোর্স অনুমোদন দেওয়া হবে না। গত ৮-৯ মাস ধরেও এমন কোনো কোর্স অনুমোদন দেওয়া হয়নি। বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু না করে সেখানে ডিগ্রি পাস কোর্সের পাশাপাশি বিভিন্ন বিষয়ে শর্টকোর্স চালুর চিন্তাও চলছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যত্ কর্মক্ষেত্রে সফলতা পাবে।

আরো পড়ুন- বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স অনুমোদন দেওয়া হবে না

৩১৫টি বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স উঠিয়ে দেওয়ার সিদ্ধান্তে প্রেক্ষিতে স্তরের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আমরণ অনশনের হুমকি এবং স্মারকলিপি দেওয়ার পর এবার মানববন্ধন কর্মসূচি পালন করলো বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ। সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স উঠিয়ে দিলে শিক্ষকদের কী হবে- জানতে চেয়ে মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়ার আগেই এমপিওভুক্ত করতে হবে এ স্তরের শিক্ষকদের। মানববন্ধন কর্মসূচি চলাকালে বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ ‘বঙ্গবন্ধু স্মারক বর্ষপঞ্জি’র মোড়ক উন্মোচন করে।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৩ সালে প্রান্তিক নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে ও স্থানীয়ভাবে পড়ালেখার স্বার্থ বিবেচনায় দেশের বিভিন্ন বেসরকারি ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে প্রথম অনার্স-মাস্টার্স কোর্স চালু করা হয়।

বক্তারা বলেন, বৈধভাবে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষককে দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত করা হয়নি। এ সমস্যা সমাধান প্রত্যাশায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বারস্থ হলে কোনও লাভ হয়নি। শিক্ষকদের পদ জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত না থাকাকে দায়ী করে পাশ কাটানো হয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে কখনও ভেবেও দেখেননি।

এমনকি সর্বশেষ ২০১৮ জনবল সংশোধনীতে এ স্তরের শিক্ষকদের পদ জনবলে অন্তর্ভুক্তিতে জনবল কাঠামো ও নীতিমালা সংশোধন কমিটির প্রথম বৈঠকে সবাই ঐক্যমতে পৌঁছালেও পরবর্তীতে তা আর আলোর মুখ দেখেনি। শুধু তাই নয়, এ বিষয়ে সাম্প্রতিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বেসরকারি কলেজে আর অনার্স-মাস্টার্স কোর্স চালু না রেখে কারিগরি শর্ট কোর্স চালুর বিষয়ে মতামত ব্যক্ত করেছেন।

শিক্ষামন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে সমাবেশে বলা হয়, অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দিলে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কী হবে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী পরিষ্কার করে এখনও কিছু বলেননি। আর রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে যেকোনো সৃষ্টিকে হঠাৎ করে বাতিল না করে একটু চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করি।

আরো পড়ুন- বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স থাকবে না

বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই— বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স স্তর উঠিয়ে দেওয়ার আগে আমাদের বিশেষ ব্যবস্থায় এমপিওভুক্ত করা হোক। অন্যথায় ৩১৫টি কলেজকে জাতীয়করণ করে নেওয়া হোক। আর যদি তা না করা হয় তাহলে কঠোর কর্মসূচিতে যাবেন শিক্ষকরা। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন এলাকা থেকে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সারা দেশে ৮ শতাধিক কলেজে অনার্স কোর্স চালু আছে। এর মধ্যে বেসরকারি কলেজ ৩ শতাধিক। আর মাস্টার্স রয়েছে এমন কলেজ অনেক কম। যেসব কলেজের পর্যাপ্ত শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নেই সেসব কলেজের অনার্স-মাস্টার্স কোর্স বাতিলের বিষয় চিন্তা চলছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply