ক্যারিয়ারজাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্ব ০২

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্ব ০২ From National University to Dhaka University part 02 [জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয় পড়েই আবেদন করতে পারবেন এটি রেগুলার কোর্স]
আজ আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে MBA সম্পর্কে

[এটা সকল বিষয়ের শিক্ষার্থীদের জন্য]

বর্তমানে একটি সার্কুলার চলমান আছে।
প্রথমে চলমান সার্কুলারটি তুলে ধরি,

IBA UNIVERSITY OF DHAKA

INSTITUTE OF BUSINESS ADMINISTRATION

MBA ADMISSION TEST (REGULAR PROGRAM) Session 2021-2022
Required Academic Qualifications:-

Bachelor’s degree in any discipline with a minimum CGPA of 2.50 out of 4.00 (or 2nd class).

• Minimum GPA of 3.00 out of 5.00 (or 2nd division) in both SSC and HSC exams.
• No 3rd division/class at SSC/HSC/bachelor’s level of education.
• Minimum GPA of 2.00 in both O level and A level exams. For details, please visit our website.

Note: In order to be eligible for the test, an applicant must obtain the published official result of his/her bachelor’s degree on or before 07 December 2021

Launched in 1966, the Master of Business Administration (MBA) program is the flagship program of the Institute of Business Administration (IBA), University of Dhaka. Written test for the 2021-2022 session of the MBA Program will be held Friday, 17 December 2021 at 10:00 am. The venue of the written test will be published on the website of IBA at a later date.

The Written test is aimed at evaluating applicants’ aptitude in Language, Mathematics, and Analytical Ability. An Applicant must obtain a minimum qualifying score in each of these areas to pass the test. After qualifying in the written test, candidates must appear before an interview board and secure satisfactory marks to be admitted to the MBA program.

A foreign national having a GMAT score of a minimum 75 percentile may be exempted from taking the written test. However, s/he is required to appear before the interview board.

For all foreign certificates/degrees (excluding O and A-Levels), equivalence will be determined by the Equivalence Committee of IBA. Without such equivalence, applicants are not eligible to sit for the admission test.

The application fee is Tk. 1,200/-. The application must be submitted online by Tuesday, 07 December 2021.

For detailed application procedure, please visit: www.iba-du.edu or http://iba.registrationbd.com

For further information, please call 01754119001 or 01764119002 between 10:00 am to 6:00 pm on any working day until 07 December 2021.

Director

Institute of Business Administration University of Dhaka

সংগৃহিত প্রস্তুতি তথ্য তুলে ধরলাম আপনাদের সুবিধার্থে

কীভাবে আইবিএ-তে চান্স পেতে পারেন: ভর্তিযুদ্ধের প্রস্তুতি

আইবিএ-তে ভর্তি হতে পারা অনেকটা স্বপ্নের মতো অনেকের কাছেই, কিন্তু কীভাবে সে স্বপ্নকে হাতের নাগালে পেতে পারেন আপনি? এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে, আইবিএ-র বিবিএ কিংবা এমবিএ ডিগ্রি বাংলাদেশের চাকুরির বাজারে সবচেয়ে সম্মানজনক ডিগ্রির একটি। আর বাংলাদেশে যে কয়টি ইউনিভার্সিটি আইবিএ থেকে ডিগ্রি নেবার সুযোগ দেয়, তাদের মধ্যে যে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ সবার উপরে সেটা বলবার অপেক্ষা রাখে না, এবং এখানে ঢোকাটাও কঠিন, কিন্তু অসম্ভব নয় একদমই। বেসিক কনসেপ্টের পাশাপাশি কিছু টিপস আর ট্রিক্স মাথায় রাখলে খুব সহজেই আপনিও হতে পারেন আইবিএতে পড়ুয়াদের একজন। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেই কীভাবে আপনি চান্স পেতে পারেন আইবিএ-তে।

আইবিএ নিয়ে বেসিক কিছু জিজ্ঞাসা
IBA তে বিবিএ করতে চার বছর লাগে। আর, এমবিএ করা যায় রেগুলার ও পার্ট টাইম হিসেবে, সময় লাগে যথাক্রমে দুই ও সাড়ে তিন বছর। তবে বিবিএ-তে যদি কিছু কোর্স আগেই করে আসেন, তবে সেগুলো না করবার সুযোগ পেতে পারেন, এতে আপনার সময় কম লাগবে। যেকোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেই আপনি বিবিএ বা এমবিএ করতে পারেন।

বিবিএ তে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় অন্তত ৭.৫ থাকা লাগবে, দুটোর প্রতিটাতে ৩.৫ এর উপর থাকতে হবে।

এমবিএ তে মোট খরচ ৮৭ হাজার টাকা, যা পরিবর্তনশীল; ভর্তির সময় শুরুতেই প্রথম বছরের জন্য ৪৮ হাজার টাকা নিয়ে নেয়া হয়। এমবিএ তে জুলাই সেশনে সিট ৬০টি। আর ডিসেম্বরে ১২০টি। জুলাইতে রেগুলালে ক্লাস করতে হয়, অর্থাৎ সকালে, সপ্তাহে চার দিন, পাঁচ সাবজেক্ট। ডিসেম্বর সেশনে পার্ট টাইম নেয়া যায়, রেগুলারও নেয়া যায়। পার্ট টাইমে বিকেলে ক্লাস করতে হয়, আপনি চাকরি করতে পারবেন সেক্ষেত্রে। এক্ষেত্রে দুই বা তিনটি সাবজেক্ট নিতে হয়। এমবিএ-র ক্ষেত্রে ২.৫ এর উপরে Undergrad এর সিজিপিএ রাখা লাগবে।

EMBA (Executive MBA) এর পরীক্ষা খুব সহজ, তবে এক্ষেত্রে তিন বছরের চাকরি অভিজ্ঞতা লাগবে।

কীভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেব?
এ প্রশ্নটা খুবই আপেক্ষিক, এবং লোকভেদে উত্তর হবে ভিন্ন। বিবিএ ভর্তি হবার ক্ষেত্রে, যদি আপনি এমন ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকেন যেখানে আপনি গণিতে খুব ভালো ছিলেন, আর ইংরেজিতে আপনি তুখোড়- তবে আপনার চিন্তা কমে গেল বহু গুণে। আর এমবিএ-র ক্ষেত্রে সাধারণত ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অপেক্ষাকৃত ভালো করে। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডের হলে আপনি পারবেন না; অবশ্যই পারবেন। জোর দিতে হবে ইংরেজি আর অংকে। কীভাবে? চলুন সেটাই জেনে নেই।

পরীক্ষায় চারটা সেকশন থাকবে- ম্যাথ, ইংলিশ, এনালাইটিক্যাল এবং লিখিত ইংরেজি। প্রথম তিনটি দেড় ঘণ্টার অবজেক্টিভ পরীক্ষা, আর শেষেরটি লিখিত পরীক্ষা আধা ঘণ্টার। কোন অংশ থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটা নির্ধারিত নেই। একেক বছর একেক রকম আসে। সাধারণত ২৫-৩০টি ম্যাথ অবজেক্টিভ, ২৫-৩০টি ইংলিশ অবজেক্টিভ আর ১৫-২০টি এনালাইটিক্যাল অবজেক্টিভ থাকে। একে একে সবগুলো নিয়ে বলছি।

ইংলিশের জন্য প্রস্তুতি কীভাবে নেব?
অবশ্যই ইংলিশে তুখোড় হবার চেষ্টা করুন, যদি ইতোমধ্যে না হয়ে থাকেন। আমার পরামর্শ হলো প্রচুর পরিমাণে ইংলিশ মুভি এবং সিরিয়ালগুলো দেখা শুরু করুন আপনার ইংলিশ স্কিল বাড়াবার জন্য। ইংলিশ বই পড়া শুরু করুন। প্রথমে গল্পের বই দিয়ে শুরু করলেও পরে নন-ফিকশনগুলো পড়বেন, বেশি কাজে দেবে সেগুলোই। কারণ আইবিএ-তে ফিকশন থেকে প্রশ্ন বা কম্প্রিহেনশন দেবে না। যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে নীলক্ষেত থেকে বা অন্য যেভাবেই হোক আজই হ্যারি পটার সিরিজের সাতটি বই কিনে আনুন। কারণ এ বইগুলো ক্রমান্বয়ে আপনাকে ছোট থেকে বড়র দিকে নিয়ে যাবে। প্রথম বই পড়তে গিয়ে আপনার ক্ষণে ক্ষণে ডিকশনারি দেখতে হতে পারে, অবশ্যই দেখবেন। দরকার হলে দাগিয়ে পড়বেন- যদিও গল্পের বই দাগিয়ে পড়তে হচ্ছে, কথাটা শুনতেই অদ্ভুত ঠেকে। তারপরও কিছু করার নেই। এক সময় দেখবেন সত্যি সত্যি আপনার বেশি ডিকশনারি দেখতে হচ্ছে না। হ্যারি পটার শেষ হলে, ড্যান ব্রাউনের বেস্ট সেলার বইগুলো পড়ে ফেলবেন। আর সবশেষে Jeffrey Archer এর কিছু বই পড়বেন। আশা করা যায়, মন প্রাণ দিয়ে চেষ্টা করলে আপনি এক মাসের মাঝেই ইংলিশ লেখনিতে দক্ষ হয়ে উঠবেন।

গ্রামার বই থেকে গ্রামার শেখার চেয়ে গল্পের বই বা অন্যান্য বই পড়ে গ্রামার বেশি ভালোভাবে শেখা যায়, যা আপনার মনে গেঁথে থাকবে। এবং অবশ্যই নিয়মিত ইংলিশ নিউজপেপার পড়বেন, দরকার হলে বাসায় আপাতত বাংলা পেপার বাদ দিন। বিশেষ করে সম্পাদকীয় পাতা পড়বেন, আপনার রিডিং স্পিড ধীরে ধীরে বাড়াবেন। অনলাইনে বিদেশি পত্রিকাও পড়বেন, যেমন ধরুন নিউ ইয়র্ক টাইমস। শব্দ ও বাক্যের গাঁথুনি খেয়াল করবেন।

পড়ার জন্য কী বই কিনবেন?
অনেকে অনেক বইয়ের কথা বলে, কিন্তু আমি দুটো বই সাজেস্ট করব, অবশ্যই শেষ করবার জন্য। একটি হলো MENTORS’ MBA Guide (আর বিবিএ-র জন্য BBA Guide) যেখানে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর আছে, যা প্র্যাক্টিস করবার জন্য ভালো। কিন্তু সবচেয়ে যেটা কাজে লেগেছে এই বইয়ের সেটি হলো মোটামুটি ২০-২২টি প্রশ্নপত্র, যা আগের বছরগুলোতে এসেছিল আইবিএ-তে। এগুলো করে ফেললে বড় রকমের আত্মবিশ্বাস আপনি পাবেন এবং প্রশ্নের প্যাটার্ন ধরে ফেলবেন। প্রশ্ন রিপিট হয় না তেমন, কিন্তু ধাঁচ একই থাকে। অন্য বইও কিনেছিলাম, কিন্তু এটার মতো কাজে লাগেনি বিধায় সাজেস্ট করছি না।

আরেকটি বই হচ্ছে GRE Big Book। এ বইতে রয়েছে ২৭টি মডেল টেস্ট। এখানে ইংলিশ নিয়ে যা যা আছে সব করবেন অবশ্যই।

ভোকাবুলারি পড়তে হবে। আমি পরামর্শ দেব, Manhattan এর হাই ফ্রিকোয়েন্সি ১০০০ শব্দ মুখস্ত করে ফেলুন; আর ব্যারনের ৩০০ শব্দ। এটা পড়তে খুবই একঘেঁয়েমি লাগবে, কিন্তু ভোকাবুলারি সমৃদ্ধ করতে এর বিকল্প নেই। আর অবশ্যই Big Book পড়তে গিয়ে যা যা শব্দ পাবেন মুখস্ত করে ফেলবেন, দরকার হলে লিখে লিখে পড়বেন।

গ্রামারের জন্য অনেকে অনেক বই পড়ে থাকেন, কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো করলে সেটার প্রয়োজন পড়বে না। মূলত পাঁচটা অপশন থেকে আপনাকে সঠিক বাক্য দাগাতে হয় কিংবা ভুল ধরতে হয়। আমি নিজে না পড়লেও অনেকে Cliff’s TOEFL পড়তে বলেন এ সেকশনের জন্য, পড়তে পারেন যদি ঝুঁকি নিতে না চান।

ম্যাথের জন্য কীভাবে প্রস্তুতি নেব?
প্রথমেই বলে রাখা ভালো যে ২৫/৩০টি ম্যাথ আসে, সবগুলো আপনি উত্তর করবার চেষ্টা করবেন না। কয়েকটি থাকে এরকমই যে সেগুলো শুরু করলে অনেকক্ষণ লেগে যাবে। ওগুলো এড়িয়ে যাবেন। উত্তর করবেন সেগুলোই যেগুলো মনে হচ্ছে ছোটোখাটো এবং আপনি পারবেন। সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন।

ম্যাথের জন্য অবশ্যই আগের বছরের সকল প্রশ্ন সমাধান করে ফেলবেন, এর কোনো বিকল্প নেই। আর এরপর স্কিল বাড়াবার জন্য Nova’s Math Bible পড়তে পারেন। এছাড়া Official GMAT এর বই দেখতে পারেন। যা যা বইয়ের নাম বললাম, এগুলো নীলক্ষেতেই পাওয়া যায়, হার্ড কপি কিনে দাগিয়ে পড়বার পরামর্শ দেবো; এসব ক্ষেত্রে কেবল সফট কপির ওপর নির্ভরশীল হবেন না। এর বাইরেও বই আছে, কিন্তু ব্যক্তিগতভাবে উপকারী না মনে হওয়ায় উল্লেখ করলাম না।

যেহেতু আপনি ক্যালকুলেটর ব্যবহার করার অনুমতি পাবেন না, সেহেতু মানসিক দক্ষতা বাড়াতে হবে বহুগুণে প্র্যাক্টিস করবার মাধ্যমে।

Analytical Section এর জন্য কীভাবে প্রস্তুতি নেব?
এ সেকশনটা খুব মজার। কখনো কখনো শুধুই পাজল থাকে, আর কখনো অতিরিক্ত কিছু অবজেক্টিভ থাকে যেখানে একটি অনুচ্ছেদ পড়বার পর সেটা থেকে যুক্তি খুঁজে বের করতে হবে। এ সেকশনের প্রস্তুতির জন্য আমার কাছে অদ্বিতীয় লেগেছে GRE BIG BOOK এর ২৭টি মডেল টেস্টের সকল এনালাইটিক্যাল প্রশ্ন (প্রতিটিতে ৮টি করে পাজল আছে)। এগুলো করবেন, তাহলে অনেক প্র্যাক্টিস হয়ে যাবে। আর আগের বছরে আসা প্রশ্নগুলো তো পড়বেন বটেই। [অতিরিক্ত পড়বার জন্য Official GMAT থেকেও এই সেকশন কভার করতে পারেন।]

এ সেকশনে ফুল মার্ক তোলা সহজ। কিন্তু উত্তর না করতে পারার সম্ভাবনাও আছে, যদি আপনার মানসিক দক্ষতা বাড়াবার জন্য প্রস্তুতি কম থাকে। এখানে ফুল মার্ক্স পাবে অনেকেই এবং তারা এগিয়ে থাকবেন। চেষ্টা করবেন সেই দলে থাকবার।

লিখিত পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেব?
অবজেক্টিভ পরীক্ষা শেষ করলে আপনাকে ৩০ মিনিটের মধ্যে দুটো লেখা লিখতে হবে। যেমন- ৫৮তম ব্যাচের MBA ভর্তি পরীক্ষায় এসেছে ‘Youth’s Contribution for National Development‘ বা এরকম একটা টপিকের উপর রচনা লেখা। আরেকটি ছোট প্যারাগ্রাফ লিখতে হবে; যেমন- এবার এসেছে এমন একটি গল্প লিখতে হবে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে যা কিনা পাঠককে বোঝাবে আপনি আসলে কেমন মানুষ। রচনা লিখবার সময় ৩ প্যারাতে লিখবেন, তবে প্যারাগ্রাফ এক প্যারাতেই। কিন্তু কোনো ব্যাকরণগত বা বানান ভুল করতে পারবেন না।

আপনি যদি ইংলিশে ভালো পাঠক হন, তবে এই সেকশনটা আপনার জন্য এই পরীক্ষার সহজতম অংশ। চেষ্টা করবেন যতটুকু জায়গা দিয়েছে, পুরোটাই লিখতে। আবারও বলছি, ইংলিশে দক্ষতা বাড়িয়ে ফেলুন। আপনাকে প্রচুর পড়তে হবে, পড়বার এবং লিখবার অভ্যাস করতে হবে। যদি সেটা করতে পারেন, তবে আপনার জন্য এটা খুবই সহজ। কিন্তু অনেকেই তা পারে না বিধায় এ অংশে পাশ করতে পারে না। উল্লেখ্য, প্রতি সেকশনেই আলাদা করে পাশ করতে হয় আইবিএ ভর্তি পরীক্ষায়, তবে পাশ মার্কের পারসেন্টেজ বলে দেয়া নেই।

পরীক্ষায় হলে সময় বণ্টন করব কীভাবে?
ম্যাথের জন্য প্রায় ৪০ মিনিট সময় লাগবেই, এনালাইটিক্যালের জন্য মোটামুটি ৩০ মিনিট আর ইংলিশের জন্য রাখবেন বাকি ২০ মিনিট। আপনি কোনটার পর কোনটা উত্তর করবেন সেটা আপনার পছন্দ। তবে আমি মনে করি সবার আগে এনালাইটিক্যাল অংশ, এরপর ইংলিশ এবং বাকি পুরোটা সময় ম্যাথ উত্তর করা উচিৎ। তবে অবশ্যই সবগুলো সেকশনে পাশ মার্কটুকু আগে নিশ্চিত করে নেবেন।

কত সময় ধরে প্রস্তুতি নেব?
যদি আপনি আত্মবিশ্বাসী হয়ে থাকেন যে আপনি পারবেন, তবে এক মাস সময়ই অনেক আপনার জন্য; বিশেষ করে যারা ম্যাথ এবং ইংলিশে তুখোড়। কিন্তু যদি তা না হয়ে থাকে, তবে আপনাকে হাতে অন্তত চার পাঁচ মাস সময় রেখে প্রস্তুতি শুরু করতে হবে, যেভাবে এগোতে বললাম সেভাবেই।

কোচিং করা কি জরুরী?
এটার উত্তর লোকভেদে ভিন্ন। যদি আপনি দুর্বল হয়ে থাকেন, তবে জরুরী। কোনো কোচিংয়ে কিংবা কারো ব্যক্তিগত সাহচর্যে পরামর্শ নিয়ে এটা করতে পারেন। তবে মডেল টেস্ট সবার দেয়া উচিৎ বলে আমি মনে করি, সেটা যেখানেই হোক না কেন। কারণ এতে সময় বণ্টন নিয়ে আপনার ভালো একটা ধারণা হবে। আপনার সমস্যাগুলো আপনি ধরতে পারবেন।

মো.সোহানুর রহমান
এমএসসি, জৈব রসায়ন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

প্রাক্তন শিক্ষার্থী
রসায়ন বিভাগ,
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply