শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষকদের দক্ষ পাঠদান শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষকরা নিজেদের পুড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে আলো ছড়ান। তারা শিক্ষার্থীদের মূল্যবোধ শেখান, ভালো মানুষ হতে শেখান। রাষ্ট্রের দায়িত্ব তাদের জীবনমান ও আর্থিক নিরাপত্তা দেওয়া। বর্তমান সরকার সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাঠদান একটি শিল্প। শিক্ষকদের সেই শিল্পে দক্ষ শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। নানা প্রতিবন্ধকতা থাকলেও শিক্ষকরা তাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে করোনা মহামারির চ্যালঞ্জ মোকাবেলা করে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

আরো পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শিক্ষকদের

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে শিক্ষা বিষয়ক সংসদীয় কমিটি কাজ করছে। আলাদা কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির রিপোর্ট হাতে এলে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, জাতীয়করণ শুধু সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে না। নীতিগত সিদ্ধান্ত ছাড়াও আরো অনেক বিষয়ের উপর নির্ভর করে।

ডা. দীপু মনি বলেন, করোনা মহামারি মোকাবেলার যুদ্ধে সারাবিশ্বের শিক্ষকরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের শিক্ষকরাও তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে সমানতালে করোনার চ্যালেণঞ্জ মোকাবেলায় সার্বিক সহযোগিতা করছেন। তাই সকল শিক্ষকদের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন- অনলাইন ক্লাসের ব্যাপকতা আরো বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

তিনি বলেন, শিক্ষকদের মধ্যে সেরা শিক্ষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কাছ থেকে জাতি ত্যাগ ও নেতৃত্বের শিক্ষা পেয়েছে। বঙ্গবন্ধু শিক্ষকদের মর্যাদা দিয়ে স্বাধীনতার পরই প্রাথমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করেছিলেন। চলতি বছর আমরা এ মহান নেতার জন্মশতবর্ষ পালন করছি।

শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি আমাদের সংবিধানেও এসেছে। তাই আমরা সমাজের প্রয়োজন ও চাহিদাগুলোর সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকেও সময়োপযোগী করতে কাজ করছি, যাথে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply