বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রবন্ধ রচনা ২০২২ জেএসসি এসএসসি এইচএসসি Bangladesh Liberation War Essay composition 2022 JSC SSC HSC
বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রবন্ধ রচনা ২০২২ জেএসসি এসএসসি এইচএসসি Bangladesh Liberation War Essay composition 2022 JSC SSC HSC
Bangladesh Liberation War Essay composition 2022
Points of Essay on the Liberation War of Bangladesh: Introduction, What is Liberation War, Context of Liberation War, Declaration of Independence, Formation of Provisional Government, Declaration of Independence, Formation of Mukti Bahini and preparation for war, Joint attack of Mukti Bahini and allied forces, Surrender of Pak Bahini and final victory, International recognition, Foreign aid-cooperation in Liberation War, The spirit of the liberation war, conclusion
the beginning
There is no such thing as dreams and dignity of a subjugated nation. That is why no nation wants to be subjugated. Once the subjugated caste was oppressed and deprived, a fighting spirit was born in it. And this fighting spirit is what inspires people to achieve independence as a way of political, cultural, and economic liberation. We are Bengali residents of Bangladesh. But this country was once subjugated. We were citizens of a subjugated country. We gained independence through a bloody liberation war lasting nine months. Today we are citizens of a free and sovereign country. We are known as heroic Bengalis in the world court. So the liberation war is an unforgettable chapter in our national life. But the history of our freedom struggle is a history of pain but it is shining with glorious glory.
What is the liberation war?
A liberation war is primarily a struggle for the liberation or independence of a nation or group. This struggle may be to overthrow a colonial power or to oust a dictator or dictator from power. This war is not like a regular or ordinary war between two forces, its scope is wide. If you search English and Bengali dictionaries for the definition of the liberation war, you can find a similar definition in a shorter range. Among these definitions, there is a common assumption called ‘liberation’. In fact, if the matter of ‘liberation’ is clear, the matter of war is also clear for him.
The context of the liberation war
In 1947, the Indian subcontinent under British rule was divided into two countries, Pakistan and India, and gained independence. Despite the vast differences in culture and culture, Pakistan continues to be treated with insularity only on the pretext of religious similarity. First, they attacked the Bengali language. The people of East Pakistan and Bangladesh resisted it in 1952 in exchange for blood. Then the general election of 1954 gave birth to Bengali nationalism. Later, in the education movement of 1962 and the six-point movement of 1966, they clarified their position in favor of independence.
Declaration of Independence
On the night of March 25, the people of Bangladesh erupted in protest due to the massacre of the Pakistani army. In such a situation, Bangabandhu Sheikh Mujibur Rahman’s declaration of independence was received through wireless by Chittagong’s Awami League leader M.A. When Hannan read from the Kalurghat radio station, there was a huge stir across the country. Then on March 27, when the then Major Ziaur Rahman Ziaur Rahman again read the proclamation from the same wireless center, the Bengali members of the army jumped into the liberation war. And this is how the armed liberation struggle developed.
Provisional government formation
On April 17, 1971, the Provisional Government of Bangladesh was officially established to conduct the liberation war in Bhaberpara (now Mujibnagar) village under Baidyanathala, Meherpur sub-district (now district) of Kushtia district. In the absence of Sheikh Mujibur Rahman, he was made the president and formed the government. Syed Nazrul Islam took charge as the interim president and Tajuddin Ahmad was given the prime ministership. The first government of Bangladesh took oath in front of local and foreign journalists and officially started its duties.
Formation of Mukti Bahini and preparations for war
Entire Bangladesh was divided into 11 sectors for conducting the war. and appointed a commander in each sector. Under these commanders, the Mukti Bahini built a steel-strong defense against the invaders.
Sector 1
From Chittagong and Chittagong Hill Tracts to Feni River
Major Ziaur Rahman (April – June)
Major Rafiqul Islam (June-February)
Sector No. 2
Noakhali district, up to Akhaura-Bhairab railway line in Comilla district and parts of Faridpur and Dhaka.
Major Khaled Musharraf (April-September)
Major ATM Haider (September-February)
Sector No. 3
Habiganj sub-division of Sylhet district, Kishoreganj sub-division, Akhaura-Bhairab railway line north-east to Comilla and parts of Dhaka district.
Major K.M. Shafiullah (April-September)
Major A.N.M. Nuruzzaman (September-February)
Sector 4
Up to the Sylhet-Dauki road in the east and north except the eastern part of the Sylhet district and the Khoi-Shaistaganj railway line.
Major C.R. Datta
Sector No. 5
Sylhet-Dauki road to the entire northern and western parts of the Sylhet district
Mir Shaukat Ali
Sector No. 6
Entire Rangpur district and Thakurgaon subdivision of the Dinajpur district
Wing Commander M.K. Bashar
Sector 7
The southern part of Dinajpur district, Bogra, Rajshahi, and Pabna districts
Major Kazi Nuruzzaman
Sector No. 8
Entire Kushtia and Jessore districts, most of Faridpur, and the northern part of the Daulatpur-Satkhira road.
Major Abu Osman Chowdhury (April-August)
Major M.A. Manjur (August-February)
Sector 9
From the Daulatpur-Satkhira road to the southern part of Khulna and the entire Barisal and Patuakhali districts.
Major M.A. Jalil (April-first half of December)
Major Zainul Abedin (remaining days of December)
Sector No. 10
There are no territorial boundaries. Composed of Navy Commandos. Enemy ships were sent to different sectors for destruction
Sector No. 11
Entire Mymensingh and Tangail districts except the Kishoreganj sub-division and Yamuna river and banks from Nagarbari-Aricha to Phulchari-Bahadurabad.
Major Ziaur Rahman (June – October)
Major Abu Taher (October-November)
Squadron Leader M Hamidullah Khan (November-February)
Conclusion
One day, those who were the dreamers of independent Bangladesh, who dreamed of Bangladesh being free from exploitation and inspired the Bengali nation to follow the thorny path of the liberation struggle by spreading passion in the eyes of the nation, are no more today. Today, their dreams and ideals have disappeared in the sands of interest and greed. Even after four decades of independence, our fortunes have not improved. Even then, Bangladesh will be established as a happy and prosperous country after erasing all the failures and sorrows – this is everyone’s wish.
বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রবন্ধ রচনা ২০২২

সূচনা
পরাধীন জাতির স্বপ্ন-সাধ ও মর্যাদা বলতে কোনাে কিছু থাকে না। এজন্য কোনাে জাতিই পরাধীন থাকতে চায় না। পরাধীন জাতি শােষিত ও বঞ্চিত হতে হতে এক সময় তার মধ্যে জন্ম নেয় সংগ্রামী চেতনার। আর এ সংগ্রামী চেতনাই মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথ হিসেবে স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। আমরা বাঙালি বাংলাদেশের Bangladesh অধিবাসী। কিন্তু এ দেশ একসময় পরাধীন ছিল। আমরা ছিলাম পরাধীন দেশের নাগরিক। সুদীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী এক মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীনতা।
মুক্তিযুদ্ধ কি
মুক্তিযুদ্ধ হচ্ছে প্রাথমিকভাবে একটি জাতি বা গোষ্ঠীর মুক্তি বা স্বাধীনতা লাভের জন্য লড়াই। এই লড়াই একটি ঔপনিবেশিক শক্তিকে উৎখাত করার জন্য হতে পারে অথবা কোন স্বৈরশাসক বা একনায়ককে ক্ষমতা থেকে উৎখাতের জন্য হতে পারে। এই যুদ্ধ দুটি বাহিনীর মধ্যকার নিয়মিত বা সাধারণ যুদ্ধের ন্যায় না, এর বিস্তৃতি ব্যাপক। মুক্তিযুদ্ধের সংজ্ঞার জন্য ইংরেজী ও বাংলা অভিধান ঘাঁটলে আরো স্বল্প পরিসরে মোটামুটি এমন সংজ্ঞাই পাওয়া যায়। এই সংজ্ঞাগুলোর মধ্যে ‘মুক্তি’ নামক একটি সাধারণ অনুমিতি আছে। বস্তুতঃ এই ‘মুক্তি’ ব্যাপারটি পরিষ্কার হলে তার জন্য যুদ্ধের ব্যাপারটিও পরিষ্কার হয়।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট
১৯৪৭ সালে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশ পাকিস্তান ও ভারত নামে দুটি দেশে বিভক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। কৃষ্টি ও সংস্কৃতিতে ব্যাপক পার্থক্য থাকা সত্ত্বেও কেবল ধর্মীয় সাদৃশ্যের অজুহাতে পাকিস্তানের সাথে বিমাতাসুলভ আচরণ করতে থাকে। প্রথমেই তারা বাংলা ভাষার ওপর আঘাত হানে। পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ ১৯৫২ সালে রক্তের বিনিময়ে তা প্রতিহত করে। এরপর ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের স্ফুরণ ঘটায়। পরবর্তী সময়ে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে এবং ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে স্বাধীনতার পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করে তােলে।
স্বাধীনতার ঘােষণা
২৫ মার্চ কালরাত্রিতে পাকবাহিনীর হত্যাযজ্ঞে সারা বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এমনি অবস্থায় গ্রেফতারের আগ মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘােষণা দেন তা ওয়ারলেসের মাধ্যমে প্রাপ্ত হয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম.এ. হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পাঠ করলে সারাদেশে ব্যাপক আলােড়ন সৃষ্টি হয়। এরপর ২৭ মার্চ একই বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান আবারও ঘােষণাপত্র পাঠ করলে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
অস্থায়ী সরকার গঠন
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য অস্থায়ী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমা (বর্তমানে জেলা) বৈদ্যনাথতলার অন্তর্গত ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে। শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন সৈয়দ নজরুল ইসলাম Syed Nazrul Islam এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমদের Tajuddin Ahmad উপর। বাংলাদেশের প্রথম সরকার দেশি-বিদেশি সাংবাদিকের সামনে শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করে।
মুক্তিবাহিনী গঠন ও যুদ্ধের প্রস্তুতি
যুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এবং প্রত্যেক সেক্টরে একজন কমান্ডার নিযুক্ত করেন। এ কমান্ডারদের অধীনে মুক্তিবাহিনী হানাদারদের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরােধ গড়ে তোলে।
১নং সেক্টর
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত
মেজর জিয়াউর রহমান (এপ্রিল – জুন)
মেজর রফিকুল ইসলাম (জুন-ফেব্ৰুয়াৱী)
২নং সেক্টর
নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ
মেজর খালেদ মোশাররফ (এপ্রিল-সেপ্টেম্বর)
মেজর এ.টি.এম. হায়দার (সেপ্টেম্বর-ফেব্ৰুয়াৱী)
৩নং সেক্টর
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া-ভৈরব রেললাইন থেকে উত্তর-পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ
মেজর কে.এম. শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর)
মেজর এ.এন.এম. নুরুজ্জামান (সেপ্টেম্বর-ফেব্ৰুয়াৱী)
৪নং সেক্টর
সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই-শায়েস্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক পর্যন্ত
মেজর সি.আর. দত্ত
৫নং সেক্টর
সিলেট-ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল
মীর শওকত আলী
৬নং সেক্টর
সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
উইং কমান্ডার এম.কে. বাশার
৭নং সেক্টর
দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা
মেজর কাজী নুরুজ্জামান
৮নং সেক্টর
সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়কের উত্তরাংশ
মেজর আবু ওসমান চৌধুরী (এপ্রিল- আগস্ট)
মেজর এম.এ. মনজুর (আগস্ট-ফেব্ৰুয়াৱী)
৯নং সেক্টর
দৌলতপুর-সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা
মেজর এম.এ. জলিল (এপ্রিল-ডিসেম্বর প্রথমার্ধ)
মেজর জয়নুল আবেদীন (ডিসেম্বরের অবশিষ্ট দিন)
১০নং সেক্টর
কোনো আঞ্চলিক সীমানা নেই। নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হত
১১নং সেক্টর
কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি-আরিচা থকে ফুলছড়ি-বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল
মেজর জিয়াউর রহমান (জুন – অক্টোবর)
মেজর আবু তাহের (অক্টোবর-নভেম্বর)
স্কোয়ড্ৰণ লীডাৱ এম হামিদুল্লাহ খান (নভেম্বর-ফেব্ৰুয়াৱী)
উপসংহার
একদিন যারা ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, যারা শোষণ মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং বাঙালি জাতির চোখে স্বপ্নে আবেশ ছড়িয়ে মুক্তি সংগ্রামের কণ্টকাকীর্ণ পথ চলায় অনুপ্রাণিত করেছিলেন, তারা আজ আর নেই। তাঁদের সেই স্বপ্ন ও আদর্শ আজ স্বার্থ ও লােভের চোরাবালিতে বিলীন হয়ে গেছে। স্বাধীনতার চার দশক পরও আমাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তারপরও সকল ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে- এটাই সকলের কামনা।