পরীক্ষার ফরম পূরণশিক্ষা খবর

২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর ২০২০ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর ওয়েবসাইট এ উক্ত ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি/জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেশিক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে।

আরো পড়ুন- ২০২০ সালের জেডিসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি

ইতোমধ্যে এসকল শিক্ষার্থীদের জেএসসি/জেডিসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের ফরম পূরণ করতে কোন ‘ফি’ প্রয়ােজন হবে না। জেএসসি/জেডিসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের লক্ষ্যে Online এ ফরম পূরণের নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলাে।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

২০২০ সালের জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি

• Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) এ ২১/০১/২০২১ তারিখে দেয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ২৩/০১/২০২১ থেকে ১০/০২/২০২১ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

• প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print [করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী select করতে হবে।

• উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে $elect করতে হবে।

• Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে Select/UnSelect করা যাবে।

• Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।

• Fingl submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না।

• Final submit সম্পূর্ণ না হলে উত্তীর্ণ-সনদ দেয়া হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply