এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষনা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষনা Ssc and HSC exam forms to be filled up date announced। এসএসসির ফরম পূরণ ১৩ এপ্রিল থেকে ও এইচএসসির ফরম পূরণ ৮ জুন থেকে শুরু হচ্ছে। আর আগামী ১৯ মে থেকে এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা ও ১৪ জুলাই থেকে এইচএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আর ১৯ জুন থেকে এসএসসি ও ২২ আগস্ট থেকে এইচএসসির চূড়ান্ত পরীক্ষা শুরু হতে পারে।
আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞাপ্তি জারি করা হয়েছে।
২০২২ সালের এসএসসির পরীক্ষায় চারটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। এসএসসিতে যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়।
এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।
এসএসসি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলেতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।
২০২২ সালের এইচএসসিতে পরীক্ষার্থী বাংলা, ইংরেজি, গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচিক বিষয় ও ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। আর আইসিটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। আর এইচএসসি পরীক্ষা হবে ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ইতোমধ্যে পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে। জানা গেছে, এইচএসসি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।
এইচএসসিতে যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরে এবং যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। তবে বাংলা দ্বিতীয় পত্রে ৫০, ইংরেজি প্রথম পত্রে ৫০ ও দ্বিতীয়পত্রে ৫০ নম্বরে পরীক্ষা হবে।