জাতীয় বিশ্ববিদ্যালয়

রেজাল্টের দাবিতে আবারও মানববন্ধনে জাতীয়  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রেজাল্টের দাবিতে আবারও মানববন্ধন করেছে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে একদল শিক্ষার্থী রেজাল্ট চাই ব্যানারে মানববন্ধনে অংশগ্রহণ করে। আবারও ৫ বিষয়ের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে অথবা বিকল্প কোন উপায়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন – অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট চেয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সমূহে নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা প্রেরণ সংক্রান্ত নোটিশ

অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীদের ৫ টি পরিক্ষা যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে। করোনার জন্য বাকি পরিক্ষা স্থগিত রয়েছে। আমরা অনার্স ৪র্থ বর্ষের ছাত্রছাত্রীরা অনুষ্ঠিত ৫ টি পরিক্ষার উপর ফলাফল মূল্যায়নের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা জানায়, বর্তমান পরিস্থিতিতে সকল শিক্ষার্থীই মানসিক এবং আর্থিকভাবে বিপর্যস্ত। মেস ভাড়া না দিতে পারায় অনেক শিক্ষার্থী গ্রামে চলে আসায় অনেকে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় ৮০ ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছে। তাই সেশনজট নিরসনসহ চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার জন্য পরীক্ষা না নিয়ে কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে আমরা অনেক উপকৃত হবো।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো জানিয়েছেন, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত হওয়ার ফলে বিভিন্ন চাকরিতে আবেদন করা থেকে পিছিয়ে পড়াসহ শিক্ষার্থীদের মাঝে হতাশাও বাড়ছে। এতে করে আমাদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে। আমাদের অনেকের চাকরিতে প্রবেশের বয়স কমে আসছে। যা দেশের বেকারত্বের জন্য হুমকি স্বরূপ। এমন সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন তারা।

এর আগেও অটোপাসের দাবিতে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনও করেছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে অনুষ্ঠিত অনার্স চতুর্থ বর্ষের (সম্মান) পাঁচটি পরীক্ষার ফলের ভিত্তিতে পুরো পরীক্ষার ফল প্রকাশের দাবিও জানিয়েছেন তারা। যদিও অটোপাসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ।

করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চলাকালিন পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। দীর্ঘ ৬ মাস ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত রয়েছে৷ কবে এ পরীক্ষা হবে এর সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply