পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো খুলছে। তবে কলেজ খুললেও পরীক্ষার্থী ছাড়া অন্য ক্লাসের নিয়মিত শিক্ষার্থীদের জন্য ক্লাস চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রমতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স বিভিন্ন পর্বের পরীক্ষা নিতে সীমিত পরিসরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান।
আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের খবরাখবর
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারিতে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষাও শুরু হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। এদিকে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ১৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে৷ এসব পরীক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ খুলেছে।
এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ১ম ও ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা অনুসরণ করে কলেজগুলোকে পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে কলেজগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ইনকোর্স পরীক্ষা নিতে বলা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোভিড-১৯ এর কারণে স্থগিত সকল পরীক্ষা শুরুর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং ইতোমধ্যে কিছু কিছু পরীক্ষা শুরু হয়েছে। ২০২০ সালের অনার্স ১ম ও ২য় বর্ষ সহ অন্যান্য সকল পরীক্ষার ফরম পূরণ আগামী মাস থেকে শুরু হবে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইনকোর্স পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে পূর্বে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাসহ সকল বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি ঘােষণা করা হয়েছে। কয়েকটি পরীক্ষা ইতােমধ্যেই শুরু হয়ে গেছে। মঙ্গলবার (১৯) জানুয়ারী ডিজিটাল স্টুডিও উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য এ কথা বলেন৷
আরো পড়ুন- অনার্স ১ম ও ২য় বর্ষের ইনকোর্স পরীক্ষা গ্রহণের নির্দেশ
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপে নেওয়া হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়েছে। এদিকে মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা যথাক্রমে ৭ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে অন্য বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।