জাতীয় বিশ্ববিদ্যালয়

মনোবল ধরে রেখে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

অধ্যাপক মো. নোমান উর রশীদ টানা দুইবার  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।  সোমবার (১৯ এপ্রিল) দ্বিতীয় টার্মের মেয়াদ শেষ হওয়া উপলক্ষে ভার্চুয়াল এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন, ‘আমরা আবার ঘুরে ফিরে আসবো।’

অনুষ্ঠানে ট্রেজারার বলেন. ‘আনুষ্ঠানিকভাবে আমার মেয়াদ শেষ হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের সকলের দ্বিতীয় ঘর। এটিকে ভোলা যাবে না। আমরা আবার ঘুরে ফিরে আসবো। আমাদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে তা যেন অটুট থাকে, এই প্রত্যাশা রইল।’

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানে তিনি স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে ও মনোবল ধরে রেখে সারাদেশের শিক্ষার্থীদের করোনার চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে ধারাবাহিকতা ও টিম ওয়ার্কের কোন বিকল্প নেই। একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কোন ব্যক্তির একক প্রচেষ্টা বা উদ্যোগ নয় বরং টিম ওয়ার্ক অপরিহার্য। সততা, কর্মনিষ্ঠা ও অউনারশিপ- এসবের সম্মিলনে একটি প্রতিষ্ঠান তার স্বপ্নচূড়ায় উঠতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসবের কমতি নেই। এটি তার অধিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, প্রকৌশল দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবু হানিফ, অর্থ ও হিসাব শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মো. সাজেদুল হকসহ অনেকে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply