প্রিলিমিনারী টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা শুরু ১৫ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। Viva Voce/ Oral of National University’s 2018 Preliminary to Masters Examination
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা আগামী ১৫/১১/২০২২ তারিখ থেকে ০৪/১২/২০২২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটঃ www.nubd.info/mp এ পাওয়া যাবে।
আরো পড়ুন- প্রিলিমিনারী টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা
উল্লেখ্য মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণের জন্য নিয়ােগপ্রাপ্ত বহিঃপরীক্ষকগণ মােবাইলের ক্ষুদে বার্তার মাধ্যমে তার জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের নাম ও বিস্তারিত জানতে পারবেন। এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়ােগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হয়েছে।
একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র TMIS Login থেকে TMIS-এ কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে Preliminary to Masters 2018-এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিবেন।
সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যোগাযােগ করে নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ নির্ধারণ, পরীক্ষা গ্রহণ ও অন-লাইনে নম্বর প্রেরণের ব্যবস্থা গ্রহণ করবেন। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nubd.info/mp) কলেজের পরীক্ষার্থীদের তালিকা (হাজিরাফদ) দেওয়া হবে। পরীক্ষার্থীদের তালিকা ডাউনলােড করে Print Out নিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।
মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা গ্রহণ করে Printed তালিকায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরীক্ষক কর্তৃক হাতে লিপিবদ্ধ করে প্রতি পৃষ্ঠায় নির্ধারিত স্থানে অন্তঃপরীক্ষক ও বহিঃপরীক্ষক কর্তৃক স্বাক্ষর করে মূল ম্যানুয়েল কপি প্রস্তুত করতে হবে।
মূল ম্যানুয়েল কপি থেকে অন-লাইনে নম্বর এন্ট্রি করার পর প্রিন্ট কপি সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত হবার পর নিম্নাক্তভাবে মূল ম্যানুয়েল কপি ও প্রিন্ট কপি প্রেরণ ও সংরক্ষণ করতে হবে-
মূল ম্যানুয়েল কপি, এন্ট্রিকৃত নম্বরের প্রিন্ট কপি (এক কপি) এবং হাজিরাপত্র একটি খামে ভরে সীলগালা করে জনাব মােঃ আব্দুছ সালাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, প্রিলিমিনারী টু মাস্টার্স শাখা, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ বরাবর হাতে হাতে বা ডাকযােগে প্রেরণ করতে হবে।
মূল ম্যানুয়েল কপির ফটোকপি (এক কপি) এবং এন্ট্রিকৃত প্রিন্টকপির ফটোকপি (এক কপি) সীলগালা করে সংশ্লিষ্ট বিষয়ের বিভাগীয় প্রধান সংরক্ষণ করবেন। নম্বর এন্ট্রি করে প্রেরণের পর কোন ভুল-ভ্রান্তি পরিলক্ষিত হলে বা কারো নম্বর ভুলে প্রেরণ না করা হলে তাৎক্ষণিক আবেদনের মাধ্যমে সংশােধনী জানাতে হবে। ফলাফল প্রকাশের পর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর সংশােধন বা সংযাজনের কোন সুযোগ নাই।
উল্লেখ্য ফলাফল প্রকাশের পর মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষার অন-লাইনে এন্ট্রিকৃত নম্বরের কোন প্রকার সংশোধন ও সংযােজন কোনভাবেই গ্রহণ করা হবে না। নম্বর প্রেরণের পূর্বে নম্বরপত্র বার বার যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
নম্বর এন্ট্রি দেয়ার সময় সতর্কতা অবলম্বনসহ কলেজের পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করতে হবে। অন-লাইনে নম্বরসমূহ এন্ট্রি করার জন্য ওয়েব সাইটের নির্দেশনা অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে কলেজ কোড ও কলেজের নাম উল্লেখ পূর্বক ই- মেইলে (mp@nubd.info) যােগাযােগ করা যেতে পারে।
কোন কলেজের শিক্ষার্থী নিজ কলেজের পরিবর্তে অন্য কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে ঐ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ শেষে নম্বর ফর্দ সীলগালা করে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ বরাবরে প্রেরণ করতে হবে। অধ্যক্ষ মহােদয় তাঁর পাসওয়ার্ড ব্যবহার করে নম্বর অন-লাইনে প্রেরণ করবেন।
<img class=”alignnone size-full” src=”https://i.ibb.co/HGtx6t5/educationsinbdcom.jpg” alt=”২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক/ মাঠকর্ম পরীক্ষার নিয়মাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মৌখিক/ব্যবহারিক/ মাঠকর্ম পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২০১৯ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক/ মাঠকর্ম পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি।” width=”1563″ height=”2048″ />
২০১৮ সালের প্রিলিমিনারী টু মাস্টার্স মৌখিক/ব্যবহারিক/মাঠকর্ম পরীক্ষা ১৫/১১/২০২২ থেকে ০৪/১২/২০২২ পর্যন্ত নির্ধারিত তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্ধারিত বহিঃপরীক্ষকের সাথে যোগাযাোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।