ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023
ডিগ্রী ৩য় বর্ষ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ২০২৩। ২০২১ সালের ৩য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র (কোড নং-১৩২৬০৩) পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে গত ২৫/১০/২০২২ তারিখে ২০২১ সালের ৩য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ব্যবস্থাপনা ৬ষ্ঠ পত্র (কোড নং-১৩২৬০৩) পরীক্ষা ১৭/১০/২০২৩ তারিখের স্মারক নং-০৫ (৫২৬) জাতীঃ বিঃ/পরীঃ/ডিগ্রী পাস / ২০২০ / ৪৬৫৪ এর মাধ্যমে স্থগিত করে ৩১/১০/২০২৩ (সোমবার) তারিখে অনুষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এ পরীক্ষার পূর্বে প্রেরিত প্রশ্নপত্র অনিবার্য্য কারণে বাতিল করা হয়েছে। নতুন প্রশ্নপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসকের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা / স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়া সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে National University Degree Pass and Certificate Course 3rd year Practical Viva Voce/ Field Work Exam Routine Reladed Circular 2021 has been published today on MY EducationsinBD com website। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষা ০৫/১২/২০২১ থেকে শুরু হয়েছে এবং আগামী ৩০/১২/২০২১ তারিখে মধ্যে পরীক্ষা গ্রহণ ও ডাটা এন্ট্রির কাজ শেষ করতে হবে।
এ পরীক্ষার বহিঃপরীক্ষকগণকে TMIS Login-এ নিজ নিজ User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox থেকে নিয়াোগপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হয়েছে।
একই সাথে সংশ্লিষ্ট কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.ac.bd-এর Service মেন্যু হতে TMIS Login থেকে কলেজের জন্য নির্ধারিত User Name, Password ব্যবহার করে TMIS Profile-এর Inbox TRIT Degree Pass & Certificate Course, 3rd Year 2019- এর বিষয়ওয়ারী বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলােড করে নিতে হবে।