জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে বিষয় নির্বাচন ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন ২০২১। ৩টি আবশ্যিক বিষয় ছাড়াও নির্দিষ্ট ছক হতে ও কলেজে চালু আছে এমন বিষয় হতে যেকোন ০৩ টি বিষয় আপনাকে নির্বাচন করে নিতে হবে। মনে রাখবেন, নির্বাচিত এই ৩টি বিষয়ের যে কোনো একটিতে আপনাকে মাস্টার্স করতে হবে। এ তিনটি বিষয়ের প্রতিটির ২ করে পত্র আপনাকে প্রতি বর্ষে পড়তে হবে।

 

ক) বিএ (পাস) আবশ্যিক বিষয়সমূহঃ

১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)

২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)

৩) ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোন তিনটি গুচ্ছ থেকে একটি করে। মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে। কোন গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না।

ক গুচ্ছ- বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি( ঐচ্ছিক)/ সংস্কৃত/

আরবী/ আরবী/উর্দু/ফার্সী/সংস্কৃত/পালি/ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ

খ গুচ্ছ- ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

গ গুচ্ছ- ইসলামী শিক্ষা/দর্শন |

ঘ গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান

ডিগ্রি ভর্তি কার্যক্রমে বিষয় নির্বাচন  ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন।

 

খ) বি এস এস (পাস) আবশ্যিক বিষয়সমূহ

১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)

২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)

৩) ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (একটি) করেমােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ- অর্থনীতি/রাষ্ট্রবিজ্ঞান/সমাজ বিজ্ঞান

খ গুচ্ছ- ইতিহাস/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি/ ইসলামী

শিক্ষা/দর্শন/বাংলা(ঐচ্ছিক)/ইংরেজি( ঐচ্ছিক}/সংস্কৃত/ আরবী/পালি।

 

গ) বি বি এস (পাস) আবশ্যিক বিষয়সমূহঃ

১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)

২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)

৩) ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি এবং খ গুচ্ছ থেকে ০১ (এক) টি করে মােট ০৩ (তিনটি) বিষয় নির্বাচন করতে হবে।

ক গুচ্ছ- হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা

খ গুচ্ছ- ফিন্যান্স এন্ড ব্যাংকিং/মার্কেটিং/ অর্থনীতি।

 

ঘ) বি এস সি (পাস) আবশ্যিক বিষয়সমূহ

১) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস | (১ম বর্ষ)

২) বাংলা জাতীয় ভাষা (২য় বর্ষ)

৩) ইংরেজি (৩য় বর্ষ)

নৈর্বাচনিক বিষয়সমূহ:

ক গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও খ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ তিনটি অথবা গ গুচ্ছ থেকে ০২ (দুই) টি ও ঘ গুচ্ছ থেকে যে কোন ০১ (একটি) সহ মোট তিনটি বিষয় নেয়া যাবে।

*নির্বাচিত বিষয়সমূহ উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পঠিত হিসাবে থাকতে হবে। তবে মৃত্তিকাবিজ্ঞান/প্রাণ রসায়ন/গার্হস্থ্য অর্থনীতি/ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্ষেত্রে শর্তটি শিথিলযোগ্য।

ক গুচ্ছ – পদার্থবিজ্ঞান ও গণিত।

খ গুচ্ছ – রসায়ন/ ভূগোল ও পরিবেশ / কম্পিউটার সাইন্স/ মনোবিজ্ঞান / পরিসংখ্যান / মৃত্তিকা বিজ্ঞান / প্রাণ রসায়ন / গার্হস্থ্য অর্থনীতি / উদ্ভিদ বিজ্ঞান / প্রাণী বিজ্ঞান।

গ গুচ্ছ – উদ্ভিদবিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান।

ঘ গুচ্ছ – রসায়ন / ভূগোল ও পরিবেশ/ কম্পিউটার সাইন্স / মনোবিজ্ঞান / পরিসংখ্যান / মৃত্তিকা বিজ্ঞান / প্রাণ রসায়ন / গার্হস্থ্য অর্থনীতি / পদার্থবিজ্ঞান / গণিত।

 

পরামর্শঃ

এইচএসসিতে পঠিত ছিলো এমন বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন।

বিএ এবং বিএসএস কোর্সে শিক্ষার্থীরা মাঠকর্ম/ব্যবহারিক আছে এমন বিষয় নির্বাচন না করার চেষ্টা করবেন।

যারা বাংলা/ইংরেজি নিয়ে মাস্টার্স করতে চান,তাদেরকে অবশ্যই বাংলা(ঐচ্ছিক)/ ইংরেজি(ঐচ্ছিক) বিষয় সিলেক্ট লিস্টে রাখতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “ডিগ্রি ১ম বর্ষে ভর্তি কার্যক্রমে বিষয় নির্বাচন ২০২১

  • Alif ali

    আমি Ssc পাশ করছি ২০১৫ সালে আর Hsc পাশ করছি ২০১৮ সালে মাঝে আমি অনাস করছিলাম পরের্বতি ডিগ্রি করবো কিন্তু ভর্তি হতে পারছি না আমি তা হলে কী করতে পারি ০১৩০৪৭২১৩১৬

    Reply

Leave a Reply