জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তােলাই আমাদের মূল কাজ: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেছেন, আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তােলাই আমাদের মূল কাজ। সেটি করবার জন্যই অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ। শনিবার (২২ জানুয়ারি) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর ১৭তম ব্যাচের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

প্রফেসর ড. মশিউর রহমান বলেন, নতুন জ্ঞান-বিজ্ঞান অনুসন্ধানের প্রচেষ্টাই সমাজের সবচেয়ে বড় শক্তি। ‘এই সমাজে যারা পিছিয়ে পড়া জনগােষ্ঠী রয়েছেন তারাও চান তাদের সন্তান বা আগামীর প্রজন্ম.বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হউক। সমাজের আলােকিত মানুষ হউক। তারাই এই সমাজের শেকড়। শিক্ষকদের আত্মমর্যাদা এবং সম্মান বর্তমান সমাজে স্বীকৃত। একারণেই এই সমাজের মানুষের জন্য যদি কিছু করার থাকে সেটি সবচেয়ে বেশি করবার সুযােগ শিক্ষকদের।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, আমাদের পৃথক জাতিরাষ্ট্র যখন সৃষ্টি হয়, সেই সময়েই আমাদের মূলনীতি নির্ধারিত হয়েছে। সেই সময়ে একটি বিষয় আমরা শিখেছি- যেকোনাে বৈরিতায়, প্রতিবন্ধকতায় বাংলাদেশের মানুষ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে- সেটি প্রযুক্তি হােক, বিজ্ঞান ভাবনা হােক, শিক্ষার নতুন দর্শন হােক- আমাদের জনগােষ্ঠী যে নতুনকে গ্রহণ করতে পারে সেই দক্ষতা বাঙালির অপার। এই দক্ষতার শক্তিই আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যেও নতুন স্বপ্ন।দেখায়। আমরা এক ধরনের আশাবাদের মধ্যদিয়ে এগুতে থাকি। আমি গভীরভাবে বিশ্বাস করি- এই সময়টাকে পাল্টে দিয়ে।

উপাচার্য বলেন, আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তােলাই আমাদের মূল কাজ। সেটি করবার জন্যই অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ। এর সঙ্গে প্যাডাগােজি এবং আইসিটি সংযুক্ত করা হয়েছে। বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের গভীরতা আমাদের শিক্ষার্থীদের গভীরভাবে আলােকিত করবে। আজকে আপনারা যারা ২৮ দিন প্রশিক্ষণ গ্রহণ করে স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যাবেন, সেখানে নতুন যা কিছুশিখেছেন, তার সঙ্গে আরও নতুনকে সংযোজন করে শিক্ষার্থীদের জ্ঞানের পথে নেয়ার কাজটি দক্ষতার সঙ্গে করবেন। শিক্ষার্থীদের অগ্রসর মানুষ হিসেবে গড়ে তােলার মুখ্য কাজটি আপনাদেরই।

জুম অ্যাপের মাধ্যমে দেশব্যাপী হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাংলা ও বােটানি বিভাগের ১৫৯ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইনে গত ২৬ ডিসেম্বর শুরু হয়। ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী দিন ছিল ২২ জানুয়ারি।

স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মাে. আনােয়ার হােসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক (পিডি) ড. এ. কে. এম. মুখলেছুর রহমান। কোর্স উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাে. মনিরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বােটানি।বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহমুদা আক্তার । এছাড়া সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মাে. হাছানুর রহমান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply