সাধারন এবং অন্যান্য

এয়ারটেল সিমের টাকা দেখার নিয়ম How to check Airtel SIM Balance এয়ারটেল টাকা দেখে কিভাবে

এয়ারারটেল সিমের টাকা দেখার নিয়ম | এয়ারারটেল টাকা দেখে কিভাবে একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল 124# বর্তমান প্যাকেজ জানতে ডায়াল *12121# পর্যাপ্ত টাকা না থাকলে এডভান্স ব্যালেন্স এর জন্য ডায়াল *874# অ্যাডভান্স ব্যালেন্স চেক করতে ডায়াল *8740#। How to check Airtel SIM Balance | How Airtel sees money

এয়ারটেল সিমের টাকা দেখার নিয়ম How to check Airtel SIM Balance এয়ারারটেল টাকা দেখে কিভাবে

Airtel একাউন্ট ব্যালেন্স দেখতে ডায়াল *124#
বর্তমান Airtel প্যাকেজ জানতে ডায়াল *121*2*1#
পর্যাপ্ত টাকা না থাকলে Airtel এডভান্স ব্যালেন্স এর জন্য ডায়াল *874#
Airtel অ্যাডভান্স ব্যালেন্স চেক করতে ডায়াল *874*0#

স্মার্ট ছেলেদের পিক ২০২৪ HD পাঞ্জাবি পরে ছেলেদের ছবি তোলার স্টাইল Download
স্মার্ট ছেলেদের পিক ২০২৪ HD পাঞ্জাবি পরে ছেলেদের ছবি তোলার স্টাইল Download

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ছে। এটি দৃশ্যমানও হচ্ছে। কিন্তু এই দৃশ্যমান থাকাটা নারীর প্রতি সহিংসতা রােধ করা নিশ্চিত করতে পারছে না। এটি শুধু আমাদের দেশেই নয়, উন্নত দেশে নারীর প্রতি সহিংসতা কোথাও কোথাও ভয়াবহ আকারে আছে। নারীর অবস্থান নিয়ে আমাদের সমাজে এক ধরনের দ্বৈততা দেখি। মাকে যেভাবে দেখা হয়, অন্য রূপে নারীকে সেভাবে দেখা হয় না। এটা পুরুষতান্ত্রিকতা। এটাতে নারীরাওআক্রান্ত। একেবারে শৈশব থেকে কন্যা শিশু যেভাবে বড় হয়, সেটা থেকে বের হয়ে আসাটা বড় চ্যালেঞ্জ। এজন্য মনােজগতে বড় পরিবর্তন আনতে হবে। এজন্য শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা, মূল্যবােধ যদি আমরা শেখাতে পারি তাহলে এই বৈষম্য দূর হবে। আমরা যদি এটি শিশুদের দিয়ে শুরু করি, তাহলে সম্ভব। আমরা যেমন রাষ্ট্র বা বিশ্ব চাইবাে, আমাদের চিন্তাকে তেমন করে বদলে দিতে হবে। সকল পর্যায়ে আমরা যদি নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে পারি, তাহলেই বিশ্ব আরাে সুন্দর ও সমৃদ্ধ হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেন, এই আধুনিক সময়েও নারী অনেক কিছুতে বঞ্চিত এবং সহিংসতার শিকার হয়। এটি আমাদের লজ্জিত করে। কারণ সেই সহিংসতার প্রতিপক্ষে পুরুষ। এটি বারংবার আমাদেরকে অপমানিত করে। সমাজের জন্য যদি কোনাে কিছু কলংকের কারণ হয় থাকে, সেটি হচ্ছে নারীর প্রতি সহিংসতায় পুরুষ অংশ হয়ে দাঁড়ায়। সেটি যদি না ঘটতাে সেই সুন্দরের চর্চাটাই শুদ্ধ হতাে। আমার বিশ্বাসের জায়গা- যখনই সত্যের সাধনা, সুন্দরের সাধনা, সৃজনশীলতার কথা বলি তখন বারংবার আমি আমার মায়ের কাছে, বােনের কাছে, সহধর্মিনীর কাছে, নারী সহকর্মীর কাছে ফিরে যাই। সমাজের সভ্যতার শুরু থেকে আজকে ফোর্থ ইন্ডাসটরিয়াল রেভযুলিউশন বা প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলি তার সকল কিছুতে নারীর স্পর্শ ছাড়া কোন সৃজনশীলতা হয়েছে বলে আমার মনে হয় না। সুতরাং পৃথিবী এগিয়ে যাওয়ার সাথে নারীর অগ্রগতি নিশ্চিত করা অপরিহার্য। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি সেই চর্চাটা করে, গােটা শিক্ষা পরিবার যদি সেটা করে আমি মনে করি সমাজ এবং রাজনীতির গুণগত অনেক বড় রকমের পরিবর্তন নিশ্চিত হবে।

সাবেক সংসদ সদস্য ও যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘নারীরা এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নারী এখন পুরুষের সমান। ক্ষেত্র বিশেষে পুরুষের চেয়ে এগিয়ে রয়েছে নারী। নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। তাহলেও সমাজে আর কোনাে দিক থেকেই পিছিয়ে থাকবে না নারীরা।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবা নাসরিন বলেন, শুধু বাংলাদেশ নয়, বর্তমান বিশ্বে সকল পর্যায়ে নারীরা এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির প্রবৃদ্ধির ক্ষেত্রে নারীর অবদান উল্লেখযােগ্য। সুযোেগ পেলে যে নারীরা সামনে এগিয়ে যেতে পারে তা প্রমাণ করেছেন আমাদের দেশের নারীরা। তারা শিক্ষা, সংস্কৃতি, শিল্প থেকে শুরু করে সকল পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মােল্লা মাহফুজ আল-হােসেনের সঞ্চালনায় আলােচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থাপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সরকারি সংগীত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের পরিবেশনায় নারী জাগরণমূলক গান পরিবেশন করা হয়।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply