জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন। জাতীয় বিশ্ববিদ্যালয় MOI সার্টিফিকেট

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন।জাতীয় বিশ্ববিদ্যালয় MOI সার্টিফিকেট। প্রফেশনাল, ডিগ্রি, মাস্টার্স বা অনার্স কোর্স থেকে পাশ করে যারা বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে ইচ্ছুক তাদের বিদেশের বিশ্ববিদ্যালয় কে একটি অতিরিক্ত সনদ বা সার্টিফিকেট দিতে হয় সেটা হল National University Medium Of Instruction(MOI) Certificate।

 

MOI মানে হল  Medium of Instruction (MOI) 

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

এটা হল আপনি যে পূর্বের পড়াশোনা (অনার্স/মার্স্টাস) ইংরেজি মাধ্যমে পড়েছেন সেটার সনদ। আপনি যদি IELTS /TOEFLএর পাশাপাশি MOI দেন তাহলে আপনার স্কলারশিপ/অথবা স্কলারসশিপ ছাড়া ভর্তি এবং ভিসা পেতে জটিলতা পোহাতে হয়না।

তবে অনেক বিশ্ববিদ্যালয়ে IELTS ছাড়া MOI দিয়েও ভর্তি করিয়ে থাকেন। যেমনঃ জার্মানী(অবশ্য জার্মানীতে ৯০ ভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ফ্রি দেশী বিদেশি সব ছাত্রছাত্রী দের জন্য)।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন।

যখন আপনি বিভাগ থেকে MOI নিবেন সেখানে লেখা থাকতে হবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের  অধীনে ঐ কলেজে অমুক বিষয়ে পড়তেছেন অথবা আগে পড়েছেন। এই ক্ষেত্রে আপনার ফুল কোর্সের মিডিয়াম ইংরেজি। আপনি কনফিউশনে ভুগবেন না এই ভেবে যে, আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়ছেন বলে সেখান থেকেই সার্টিফিকেট আনতে হবে। তবে যদি আপনার ব্যাচেলর বা মাস্টার্স শেষ হয়ে যায় এবং অলরেডি আপনার হাতে মার্কস শীট বা সার্টিফিকেট চলে আসে (অথবা আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলেছেন, সামনে যে কোন সময়ে আপনার সার্টিফিকেট চলে আসবে) তাহলে আপনি চেষ্টা করবেন সরাসরি ন্যাশনাল ইউনিভারসিটি (গাজীপুর)  থেকে MOI যোগাড় করতে।  এই সার্টিফিকেট আপনি ইউনিভার্সিটির এক্সাম ডিপার্টমেন্ট অথবা নিজের বিভাগ থেকে নিতে পারবেন। এই সার্টিফিকেটে সাধারণত ইউনিভার্সিটির রেজিস্টারের স্বাক্ষর অথবা সহকারী রেজিস্টারের স্বাক্ষর অথবা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর অথবা ডিপার্টমেন্ট বা বিভাগের প্রধানের স্বাক্ষর থাকে।

বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতেই বা বিভাগে নিজেদের ফরম্যাটে MOI এর ডেমো করা থাকে। তাই ভালোভাবে ডিপার্টমেন্টে বুঝিয়ে বললেই তারা MOI দিয়ে দেয়। তবে অনেক সময়ে ডিপার্টমেন্ট বা প্রফেসররা বলে কোন ডেমো নিয়ে আসতে যা দেখে তারা আপনার জন্য MOI তৈরি করবে। আবার অনেক সময়ে ঝামেলা না নিতে চাইলে বলে নিজে থেকে কি লেখতে হবে এমন MOI তৈরি করে নিয়ে আসতে তাহলে  ডিপার্টমেন্ট বা প্রফেসর তাতে স্বাক্ষর করে দিবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় MOI সার্টিফিকেট National University Medium Of Instruction(MOI) Certificate

জাতীয় বিশ্ববিদ্যালয় MOI সার্টিফিকেট National University Medium Of Instruction(MOI) Certificate

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন।জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন।জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে MOI এর সনদ কিভাবে নিতে হয় জেনে নিন।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য স্টুডেন্ট প্রতিবছর বাইরে পড়তে যায় তবে আশার কথা হলো মেয়েদের সংখ্যা অনেক বেশী। সবচেয়ে যে দেশে নিম্ন ও মধ্যবিত্ত ফ্যামিলি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাইরে পড়তে যায় সেটা হলো জার্মানী(কারণ টিউশন ফি নেই) । আসুন আপনাদের সুবিধার্থে এমন কিছু ইউনিভার্সিটির নাম শেয়ার করবো যেখানে শুধু MOI দিয়েই জার্মানীর বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া যায়।

 

তালিকাতে থাকা ইউনিভার্সিটির সব International Program এ Medium of Instruction বা MOI দিয়ে আবেদন করা নাও যেতে পারে। যেমন University of Duisburg Essen অথবা University of Hannover এর অনেক প্রোগ্রামে যেমন MOI দিয়ে আবেদন করা যায়, আবার কিছু প্রোগ্রামে শক্তভাবে IELTS এর কথা লেখা। আবার অনেক ইউনিতে MOI দিয়ে আবেদন করা গেলেও তার সাথে জার্মান ভাষার সার্টিফিকেট কোথাও এ১ বা কোথাও এ২ লাগে। আবার অনেক প্রোগ্রামে IELTS না লাগলেও GMAT অথবা GRE এর শর্ত আছে। কিছু ইউনি আছে যেখানে MOI গ্রহন করলেও অনেক সময়ে আলাদা করে অনলাইনে English proficency প্রমানের জন্য ইন্টার্ভিউ দিতে হয় (যেমন University of Halle বা HS Reutlingen)। আবার কিছু ইউনি আছে (যেমন HS Bremerhaven University) যেখানে MOI দিয়ে ভর্তি হলেও দুই বা চার সেমিস্টারের পরে আপনাকে IELTS সার্টিফিকেট দিতেই হবে। আবার অনেক পাবলিক ইউনি আছে Medium Of Instruction(MOI) দিয়ে ভর্তি হওয়া গেলেও টিউশন ফিস আছে (যেমন University of Erfurt, KIT, TU Berlin)। তাই অনুরোধ রইলো ভালোভাবে কোর্সের রিকোয়ারমেন্ট পড়ে দেখার জন্য। আমি চেষ্টা করেছি প্রতিটা ইউনিয়ের নাম তাদের ওয়েবসাইট ঘেঁটে নিজে পড়ে নিশ্চিত হয়ে তারপরে দেবার জন্য।

 

  1. Hochschule Stralsund (University of Applied Sciences Stralsund)

 

  1. TH Köln (Technische Hochschule Köln) / University of Applied Sciences Cologne

 

  1. HS Niederrhein (Niederrhein University of Applied Sciences)

 

  1. University of Göttingen

 

  1. University of Stuttgart

 

  1. Munich University of Applied Sciences

 

  1. TU Munich (Technical University of Munich)

 

  1. LMU Munich (Ludwig Maximilian University of Munich)

 

  1. Hochschule Trier (University of Applied Sciences Trier)

 

  1. University of Siegen

 

  1. Johannes Gutenberg University Mainz

 

  1. University of Kassel

 

  1. Hochschule Mannheim (University of Applied Sciences Mannheim)

 

  1. University of Halle Wittenberg

 

  1. FH Frankfurt (University of Applied Sciences Frankfurt)

 

  1. University of Bonn

 

  1. Deggendorf Institute of Technology

 

  1. FH Dortmund (University of Applied Sciences Dortmund)

 

  1. Ruhr University Bochum

 

  1. University of Bielefeld

 

  1. University of Applied Sciences Würzburg – Schweinfurt

 

  1. Julius-Maximilians-University Würzburg

 

  1. TU Bergakademie Freiberg (Freiberg University of Mining and Technology)

 

  1. Philips University Marburg

 

  1. TU Lübeck (Technical University of Applied Sciences Lübeck)

 

  1. Leuphana University of Lüneburg

 

  1. OTH Regensburg (Ostbayerische Technische Hochschule Regensburg)

 

  1. Hochschule Offenburg (University of Applied Sciences Offenburg)

 

  1. Eberswalde University for Sustainable Development

 

  1. University of Kiel

 

  1. Fulda University of Applied Sciences

 

  1. University of Oldenburg

 

  1. University of Leipzig

 

  1. University of Passau

 

  1. University of Greifswald

 

  1. RWTH Aachen

 

  1. FH Aachen (University of Applied Sciences Aachen)

 

  1. TU Darmstadt (Technische University Darmstadt)

 

  1. Leibniz University Hannover

 

  1. University of Wüppertal

 

  1. University of Duisburg Essen

 

  1. University of Cologne

 

  1. Deutsche Sporthochschule Köln (German Sport University Cologne)

 

  1. Reutlingen University / Hochschule Reutlingen (University of Applied Sciences Reutlingen)

 

  1. Anhalt University of Applied Sciences

 

  1. University of Potsdam

 

  1. Technische Universität Kaiserslauten

 

  1. University of Bremen

 

  1. Hochschule Bremen (University of Applied Sciences Bremen)

 

  1. Hochschule Bremerhaven ( University of Applied Sciences Bremerhaven)

 

  1. Furtwangen University

 

  1. Friedrich Schiller University Jena

 

  1. Bauhaus University Weimar

 

  1. Hochschule Esslingen (University of Applied Sciences Esslingen am Neckar)

 

  1. Technical University of Applied Sciences Wildau

 

  1. Karlsruhe Institute of Technology (KIT)

 

  1. Hochschule Hamburg (University of Applied Sciences Hamburg)

 

  1. University of Hamburg

 

  1. Technical University Berlin

 

  1. Berlin School of Economics and Law

 

  1. HTW Berlin

 

  1. Freie University Berlin

 

  1. Beuth University of Applied Sciences

 

  1. University of Erfurt

 

  1. FAU Erkangen Nürnberg (Friedrich-Alexander Universität Erkangen Nürnberg)
শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply