জাতীয় বিশ্ববিদ্যালয়

দেশকে সােনায় মুড়িয়ে গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ প্রয়ােজন: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সােনার বাংলা সােনায় মুড়িয়ে গড়তে হলে দুর্নীতিমুক্ত সমাজ প্রয়ােজন। ন্যায়-নিষ্ঠার সমাজ গড়ে তােলা প্রয়ােজন।

আজ শুক্রবার (৬ মে) বীর মুক্তিযােদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ৭ই মে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলােচনা ও স্মরণ সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, আমাদের দেশে সেই রাজনীতি হউক যা দেশে কল্যাণ বয়ে আনে, বঙ্গবন্ধুর আত্মায় শাস্তি দেয়। সেই রাজনীতি হউক যাতে করে রাজনীতিবিদরা বলতে পারেন সততার সঙ্গে রাজনীতি করে গেছি, কিন্তু অর্থবিত্ত রেখে যাই নাই, আদর্শ রেখে গেছি। আহসান উল্লাহ মাস্টার সেই রাজনীতিবিদ ছিলেন, যিনি আদর্শ চর্চা করতেন।

উপাচার্য আরও বলেন, ‘জাতিরাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরলস সংগ্রাম করে গেছেন। কারাগারকে নিজের নিবাস বানিয়েছেন। পিতৃদ্নেহ থেকে বঞ্চিত হয়েছেন। সেই আত্মত্যাগের মূল জায়গা ছিল শােষণহীন-বঞ্চনাহীন একটি স্বাধীন জাতিরাষ্ট্র।

আমাদের সংবিধানে জাতির পিতা চারটি মূলনীতি প্রতিষ্ঠা করে গিয়েছেন, যেটি ছিল বাঙালির সম্মিলীত চাওয়া।

শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভােকেট আবদুল বাতেনের সভাপতিত্বে আলােচনা সভা ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভােকেট কামরুল ইসলাম। এছাড়া সভায় স্মৃতি পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply