এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল 2024 NU LLB Last Part Result Rescrutiny
২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল প্রকাশিত হয়েছে NU LLB Last Part Result Rescrutiny 2024। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ ফলাফল প্রকাশ। এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুনঃনিরীক্ষণ ফলাফল দেখুন এখানে।
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২২ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল এতদ্বারা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।
২০২১ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি
এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল দেখবেন যেভাবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষনের ফলাফল দেখতে প্রবেশ করুন nu.ac.bd/results, উক্ত লিংকে প্রবেশ করার পর সার্চ বাটন থেকে Rescrutiny Result বাটনে ক্লিক করুন। examination name এ গিয়ে আপনার কোর্সের নাম llb final year সিলেক্ট করুন। এরপর আপনার রেজিষ্ট্রেশন নম্বর ও পরীক্ষার বছর 2022 লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ফলাফল।