শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাে. মশিউর রহমান। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীকে প্রতিদিন নিয়মিত পড়ার টেবিলে বসতে হবে। পাঠ্যপুস্তকে মনােনিবেশ করতে হবে। পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি ও বিজ্ঞান চর্চায়ও এগিয়ে যেতে হবে।
বুধবার যশোরের শার্শায় এক কলেজের ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামাে উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক উন্নয়নও জরুরি। এজন্য তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় বলীয়ান করতে হবে। দেশের প্রথিত্যশা এই সমাজবিজ্ঞানী বলেন, সৃজনশীলতা, প্রযুক্তি ও সংস্কৃতি- এসবের মধ্যে সম্বয় করে শিক্ষার্থীদের আগামীর জন্য তৈরি হতে হবে, যাতে শিক্ষার্থীরা
নিজেদের বিশ্বনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারে
উপাচার্য এর আগে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এসময় উপাচার্য যশােরের ঝিকরগাছা উপজেলার অদম্য মেধাবী তামান্না নূরার সঙ্গে দেখা করেছেন। এ সময় তামান্নাকে পড়াশােনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন উপাচার্য।
তিনি বলেন, ‘কোনো প্রতিবন্ধকতাই শিক্ষার্জনে বাঁধা হতে
পারেনা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সবার জন্য শিক্ষার সুযােগ নিশ্চিত করার জন্য সকল পদক্ষপ গ্রহণ করেছেন।’ উপাচার্য এসময় তামান্নাকে শিক্ষা-কার্যক্রম এগিয়ে নিতে উৎসাহ প্রধান করেন। এছাড়া যশোরের সরকারি শহীদ সিরাজুদ্দীন হােসেন মহাবিদ্যালয়ে সুধী সমাবেশে যােগ দেন উপাচার্য।