অনার্স ২য় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাজেশন 2022
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের সাজেশন 2022 Zoology বিভাগের সাজেশন। National University Honors 2nd Year Zoology Department Suggestion
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Environmental Chemistry সাজেশন ।
সম্মান ২য় বর্ষ।
“খ বিভাগ”
১.বায়ু মন্ডলের উপাদানগুলো কি কি? ধাতব কণা কিভাবে দূষিত হয়?
২. পরিবেশের উপর কীটনাশক সমুহের বিরুপ প্রতিক্রিয়া আলোচনা কর?
৩.বায়ু দূষণ কি?বায়ুমন্ডলের প্রধান স্তরগুলোর বর্ণনা দাও?
৪.কীটনাশক কি? এর শ্রেণীবিন্যাস কর?
৫.CO,DO,COD,BOD,DDT সমর্পকিত সকল প্রশ্নাবলী।
৬. জৈব ফসফরাস কেন আধুনিক কীটনাশকের একটি গুরুত্বপূর্ণ শ্রেণী ব্যাখ্যা কর?
৭.পানিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ গুলো সম্পর্কে আলোচনা কর।
৮.জনস্বাস্থ্য কি? পরিবেশ ও জনস্বাস্থ্যের সম্পর্ক ব্যাখ্যা কর?
৯. বায়ুমন্ডলে জৈব ও অজৈব পার্টিকুলার পদার্থগুলোর কি কি? এদের প্রভাব ব্যাখ্যা ৯. বায়ুমন্ডলে জৈব ও অজৈব পার্টিকুলার পদার্থগুলোর কি কি? এদের প্রভাব ব্যাখ্যা কর?
১০. জমিতে অতিরিক্ত সার প্রয়োগের ফলে জমির উর্ভরতা কমে যায় কেন?
১১. আর্সেনিক দ্বারা ভূগর্ভৈর পানি সংক্রমণ আলোচনা
১১. আর্সেনিক দ্বারা ভূগর্ভৈর পানি সংক্রমণ আলোচনা কর?
১২.অর্গানো ক্লোরিন কীটনাশক কি? দুইটি অর্গানো ক্লোরিন কীটনাশকের নাম লিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Suggestionঃ Comparative Anatomy অনার্স ২য় বর্ষ
গ বিভাগ
১. বিভিন্ন প্রকার পরজীবিক প্রোটোজোয়ার বর্ননা দাও।
২. প্রোটোজোয়াদের অযৌন জনন পদ্ধতিসমূহ বর্ননা কর।
৩. প্রোটোজোয়াদের বিভিন্ন প্রকার চলন অঙ্গাণুর বর্ননা কর।
৪. চ্যাপ্টা কৃমিদের পরজীবীয় অভিযোজন বর্ননা কর।
৫. মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন ধরনের শিং এর বর্ননা দাও।
৬. স্তন্যপায়ীদের বিভিন্ন প্রকার দন্ত বিন্যাসের বর্ননা দাও।
৭. এপিডার্মিস অঙ্গাদি বলতে কী বোঝ? ত্বকের প্রধান প্রধান কাজগুলো লিখ।
৮. স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রকার এপিডার্মিসজাত গ্রন্থির বিবরণ৮. স্তন্যপায়ী প্রাণীদের বিভিন্ন প্রকার এপিডার্মিসজাত গ্রন্থির বিবরণ দাও।
৯. মেরুদন্ডী প্রাণীদের প্রোনেফ্রিক, মেসোনেফ্রিক ও মেটানেফ্রিক বৃক্কের গঠন বর্ননা কর।
১০. অ্যামিনিয়টদের বক্ষ অস্থিচক্রের তুলনামূলক বর্ননা দাও।
১১. অ্যামিনিয়টদের অগ্রপদের তুলনামূলক বর্ননা দাও।
১২. অ্যামিনিয়টদের অ্যাওর্টিক আর্চের তুলনামূলক বর্ননা দাও।
১৩. জলজ আর্থোপোড প্রাণীদের শ্বসন অঙ্গের তুলনামূলক বর্ননা দাও।
১৪. মলাস্কা পর্বের বিভিন্ন প্রাণীদের পদের গঠন ও পদের রূপান্তরিত গঠন বর্ননা কর।
১৫. মলাস্কার বিভিন্ন শ্রেনীর খোলকের গঠন ও কাজ বর্ননা কর।
১৬. নিডারিয়া প্রাণীদের সৃষ্ট বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের বর্ননা দাও।
১৭. অ্যানিলিডা প্রাণীদের খন্ডকীয় অঙ্গসমূহের বিবরণ দাও।
১৮. পরিফেরা পর্বের প্রাণীদের বিভিন্ন প্রকার স্পিকিউল এর বর্ণনা দাও।
১৯. পাখির বিভিন্ন প্রকার ঠোঁট বর্ণনা করো।
প্রাণিবিদ্যা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Suggestionঃ Animal DiversiAnimal Diversity ii অনার্স ২য় বর্ষ
গ বিভাগ
১. Ascidia ‘র খাদ্য ও খাদ্যগ্রহন কৌশল আলোচনা কর।
২. Ascidia ‘র প্রতীপ রূপান্তর বর্ণনা কর।
৩. Ascidia ‘র জ্ঞাতিত্ব বর্ণনা কর।
৪. Branchiostoma’র বহিঃগঠন ও রেচন তন্ত্রের বিবরণ দাও।
৫. Branchiostoma’র রক্তসংবহন তন্ত্রের বর্ণনা দাও।
৬. Branchiostoma’র গলবিলের বিবরণ দাও।
৭. Petromyzon’ র প্রজননকালীন আচরণ ও জীবন প্রনালী বর্ণনা কর।
৮. Scoliodon’র কন্ড্রোক্রনিয়াম বর্ণনা কর।
৯. Scoliodon’র পরিপাক তন্ত্র বর্ননা কর।
১০. রুইমাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বর্ণনা কর।
১১. রুইমাছের অন্তঃবাহী ও বহিঃবাহী ব্রাঙ্কিয়াল তন্ত্রের বিবনণ দাও।
১২. ব্যাঙের পোর্টাল শিরাতন্ত্রের বর্ণনা দাও।
১৩. Bufo এর বিভিন্ন প্রকার শ্বসন কৌশলের বর্ণনা দাও।
১৪. কবুতরের বিভিন্ন পালকের বিবরণ ও কাজ লিখ।
১৫. কবুতরের বায়ুথলির নাম ও কাজ লিখ।
১৬. ৩টি করে বৈশিষ্ট্য ও ১টি উদাহরণ সহ Reptilia কে বর্গ পর্যন্ত শ্রেনীবিন্যাস কর।
১৭. মানুষের বিভিন্ন প্রকার খাদ্য পরিপাক প্রক্রিয়া লিখ।
১৮. মানুষের এন্ডোক্লাইন গ্রন্থির বর্ণনা দাও।
১৯. মানুষের চোখের চিহ্নিত চিত্র ও দর্শন কৌশল বর্ণনা কর।
২০. স্তন্যপায়ী প্রানীদের অন্তঃক্ষরা গ্রন্থির বর্ণনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Animal DiversiAnimal Diversity ii অনার্স ২য় বর্ষ
খ বিভাগ
১.Ascidia ‘র রক্ত সঞ্চালনের বিশেষত্ব উল্ল্যেখ কর।
২.Ascidia ‘র খাদ্যগ্রহন কৌশল বর্ণনা কর।
৩.Petromyzon এর মুখচুঙ্গীর বিবরণ দাও।
৪.একবর্তনী ও দ্বিবর্তনী রক্তপ্রবাহ বলতে কী বোঝ?
৫.রুইমাছের বিভিন্নপ্রকার পাখনার কার্যাবলি বর্ননা কর।
৬.ওয়েবেরিয়ান ওসিকল এর গঠন ও কাজ বর্ণনা কর।
৭.Myxine এর বৈশিষ্ট্য লিখ।
৮.কবুতরের উড্ডয়ন পেশির বর্ণনা দাও।
৯.কবুতরের রেচন অঙ্গের বর্ণনা দাও।
১০.পাখির কঙ্কালের বিশেষত্ব কী?
১১.ডায়নোসরের বিলুপ্তির কারণগুলি লিখ।
১২.ব্যাঙের যকৃত পোর্টাল শিরাতন্ত্রের বর্ণনা দাও।
১৩.Archaeopteryx এর সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং একে সংযোগকারী প্রাণী বলা হয় কেন?
১৪.মানুষের যেকোন ২ টি অন্তঃক্ষরা গ্রন্থির বিবরণ দাও।
১৫.মানুষের দর্শন কৌশল বর্ণনা কর।
১৬.মানুষের হৃৎপিন্ডের চিহ্নিত চিত্র অংকন কর।
১৭.জলজ স্তন্যপায়ী প্রাণীদের অভিযোজন বর্ণনা কর।
১৮.Branchiostoma এর শ্রেনীবিন্যাস সহ স্বভাব ও বাসস্থান লিখ।
.
১৯.টিকা বা ব্যাখা লিখঃ
(i) Sphenodon
(ii) মানুষের দন্ত সংকেত
(iii) ডিম্ব প্রসবকারী স্তন্যপায়ী
(iv) সব কর্ডেটস মেরুদন্ডী নয় কিন্তু সব মেরুদন্ডীই কর্ডেটস।
(v) Ammoecoet লার্ভা
(vi) নিউটেনি ও পিডোজেনেসি(vi) নিউটেনি ও পিডোজেনেসিস
.
২০.পার্থক্য লিখঃ
(i) Myxine ও Petromyzon
(ii) প্লাকোয়েড ও সাইক্লয়েড আইশ
(iii) অস্থিযুক্ত মাছ ও তরুনাস্থিযুক্ত মাছ
(iv) ব্যাঙাচি ও পূর