ক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়

১৩টি শতবর্ষী কলেজকে সেন্টার আব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে – দীপু মনি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ নিয়ে আজ ০১ ডিসেম্বর রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালার আয়ােজন করা হয়েছে। শিক্ষার মানােন্নয়ন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে ১৩টি শতবর্ষী সরকারি কলেজ নিয়ে রাজশাহী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক কর্মশালার আয়ােজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাে. সােহরাব হােসাইন। কর্মশালায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

রাজশাহী কলেজের অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মাে.সােহরাব হােসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, “১৩টি শতবর্ষী কলেজকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তােলা হবে। দেশের ঐতিহ্যবাহী এই কলেজগুলাের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুরূপ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সেসব সুযােগের সৎ ব্যবহার করে শিক্ষার মানােন্নয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।”

সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, কলেজ পর্যায়ের শিক্ষার মানােন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২২৬০ টি কলেজকে রাতারাতি একই মানে নিয়ে আসা সম্ভব নয়। তাই দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১৩ টি শতবর্ষী সরকারি কলেজকে ১টি নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে এসব কলেজের শিক্ষার মানােন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কলেজগুলােকে কাঙ্ক্ষিত লক্ষ্যে উন্নীত করা গেলে দেশের উচ্চ শিক্ষার উৎকর্ষ সাধনে তা বিশেষ ভূমিকা পালন করবে।’

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মাে. মশিউর রহমান, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক ও ১৩টি শতবর্ষী কলেজের অধ্যক্ষসহ অনেকেই উপস্থিত ছিলেন।

১৩টি শতবর্ষী কলেজ হচ্ছে-

• রাজশাহী কলেজ।
• চট্টগ্রাম কলেজ।
• সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
• নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ।
• সরকারি ব্রজমােহন (বিএম) কলেজ, বরিশাল।
• মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট।
• এড ওয়ার্ড কলেজ, পাবনা।
• কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
• সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা।
• আনন্দ মােহন কলেজ, ময়মনসিংহ।
• কারমাইকেল কলেজ, রংপুর।
• সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ, বাগেরহাট।
• সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group