শিক্ষা নিউজ

নতুন করে এমপিও সুপারিশ পেলেন ২ হাজার ৩২ জন শিক্ষক

নতুন করে এমপিও সুপারিশ পেলেন ২ হাজার ৩২ জন শিক্ষক । দেশের বিভিন্ন অঞ্চলের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৩২ জন শিক্ষককে এমপিও দেওয়ার সুপারিশ করেছে এ সংক্রান্ত কমিটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে ভার্চ্যুয়াল এমপিও সভায় এমপিওভুক্তির এ সুপারিশ করা হয়।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আমিনুর রশিদ মোমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীসহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপরিচালকরা অংশ নেন।

পদোন্নতির সুপারিশ করা হয়েছে ২৯০ জনের। এছাড়া এরিয়ার বেতনের সুপারিশ পেয়েছেন ৩০৭ জন শিক্ষক। বৈঠকে মোট ১০ হাজার স্কুল এবং ৮০০ কলেজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে উচ্চতর গ্রেডের জন্য স্কুল ও কলেজ পর্যায়ের সাত হাজারের বেশি শিক্ষককে সুপারিশ করা হয়। বদলি এমপিও সুপারিশ করা হয়েছে ২০৫ জন শিক্ষককের।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply