শিক্ষা নিউজ

শিক্ষাব্যবস্থা পুরোটা সরকারি হতে হবে এমন কোন কথা নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষাব্যবস্থা পুরোটাই সরকারি হতে হবে এমন কোন কথা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২১ অক্টোবর) রাতে একটি বেসরকারি টিভির ভার্চুয়াল টকশোতে যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি।

টকশোতে সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করেন, “বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির যে জায়গায় গিয়ে পৌঁছেছে, আমাদের আর্থিক প্রবৃদ্ধি যে জায়গায় আছে তাতে তো শিক্ষা ব্যবস্থার পুরোটায় জাতীয়করণ করা সম্ভব। আপনি কি মনে করেন? কাউকে জাতীয়করণ করবেন, কাউকে করবেন না এই বৈষম্য তো চলতে পারে না।”

এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন,“‘আমরা বলেছি আমাদের প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করবো। আমরা সেটা করেছি। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন ৩৭ হাজার স্কুল সরকারিকরণ দিয়ে বাকিটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। আমাদের মাধ্যমিকের প্রায় ৩২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার মধ্যে বেশিরভাগই বেসরকারি।

সবগুলোকে সরকারি করা খুবই বড় ব্যাপার। পুরোটাই সরকারি হতে হবে এমন কোনো কথা নেই। বেসরকারি যারা আছে সেখানেও কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আছে। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবন করে দেয়া, শিক্ষার্থীদের বই দেয়া, শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া, ল্যাব দেয়া সব দায়িত্ব কিন্তু সরকারের।”

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply