শিক্ষা খবরশিক্ষা নিউজ

এইচএসসির ফল কবে প্রকাশ হবে, আজ জানাবেন শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল, বই উৎসবসহ শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, আগামী মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘বই উৎসব-২০২১’ ও শিক্ষা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন।

আরো পড়ুন- আজ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা দীপু মনি

এর আগে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, ৩১ ডিসেম্বর গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বই উৎসব-২০২১’ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রতিবছর সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ১ জানুয়ারি উৎসব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বই উৎসব পালন করে। এবার করোনার কারণে তা সম্ভব হবে না।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বই উৎসব ছাড়া সমসাময়িক বিষয়ের মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, অনলাইনে শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকের সঙ্গে মত বিনিময় করবেন শিক্ষামন্ত্রী। এ সময় এইচএসসির ফল কবে প্রকাশ হবে তা জানিয়ে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও অন্যান্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে।

আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের৷ অন্যদিকে, উচ্চ শিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে ইউজিসি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply