শিক্ষা নিউজ

চলতি বছর আইসিটি খাতে ৫ লাখ কর্মসংস্থান হবে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘২০০৮ সাল থেকে ১২ বছরে আইসিটি খাতে ১৫ লাখের বেশি কর্মসংস্থান হয়েছে। চলতি ২০২১ সালের মধ্যে আমরা আশা করছি এ সংখ্যা ২০ লাখে পৌঁছবে।’ সে হিসেবে চলতি বছর ৫ লাখ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে আজ শনিবার (১৬ জানুয়ারি) ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার ১২ বছর’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা কাজে লাগাতে সরকার দক্ষ মানুষ তৈরির ওপর জোর দিয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্লকচেইন, এআর, ভিআর, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, এআই, থ্রিডি প্রযুক্তির ওপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এছাড়া গড়ে তোলা হচ্ছে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘১২ বছরে দেশে শক্তিশালী আইসিটি ব্যাকবোন তৈরি হয়েছে, যা গ্রাম এলাকা পর্যন্ত প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়েছে। এখন তিন হাজার ৮০০ ইউনিয়ন ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটির আওতায়। চলতি বছরের মধ্যে সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত হবে। করোনার মধ্যেও বিগত ১০ মাসে ই-কমার্সে এক লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আইসিটি ব্যাকবোন তৈরির কারণে করোনা মহামারিকালে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস-আদালত, চিকিৎসা সেবা, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য চালু রাখা সম্ভব হয়েছে। পোস্ট কভিড-১৯ পরিকল্পনা করে তা জমা দেওয়া হয়েছে।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply