শিক্ষা খবরশিক্ষা নিউজ

নার্সারি কেজির ক্লাস ৩০ মার্চ থেকে হচ্ছে না

প্রাক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ শনিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খোলার সিদ্ধান্ত হয়। সভা শেষে আজ শনিবার রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আরো পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আগামী ৩০ মার্চ

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, আগামী ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানগুলো খোলা হবে। তবে প্রাক প্রাথমিক স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত প্রাক প্রাথমিকককে ক্লাসে আনবো না। পরবর্তীতে অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি দেখি যে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়েছে। আমরা বসে প্রাক প্রাথমিক স্কুলের বিষয়ে সিদ্ধান্ত নিবো।

দীর্ঘ ১ বছর বন্ধ রাখার পর আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩০ মার্চ থেকে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত স্কুল-কলেজ খোলার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ৩০ মার্চ থেকে ৫ম, ১০ম ও ১২শ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস প্রতিদিন হবে। আর অন্যন্য শ্রেণির ক্লাস প্রথমে সপ্তাহে একদিন হবে। পরে তা দুই দিন হবে। ৬০ কর্মদিবস ক্লাস হওয়ার পরেই এসএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে। ৬০ দিন ক্লাসের পর শিক্ষার্থীরা ২ সপ্তাহ সময় পাবেন প্রস্তুতির জন্য।

আরো পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ২৯ মার্চ পর্যন্ত

উল্লেখ্য, প্রাক-প্রাথমিক শিক্ষাকে সাধারণত দুটি ধাপে বিভক্ত করা হয় ৩-৫ বছরের শিশুদের জন্য নার্সারি/প্লে গ্রুপ বা প্রাক-কিন্ডার গার্টেন এবং ৫-৬ বছরের শিশুদের জন্য প্রাক-প্রাথমিক বা কিন্ডারগার্টেন। অবশ্য, কোন কোন স্কুলে ৩-৪ বছরের শিশুদের জন্য প্লে-গ্রুপ, ৪-৫ বছরের শিশুদের জন্য নার্সারি, ৫-৬ বছরের শিশুদের জন্য কেজি-১ এবং ৬-৭ বছরের শিশুদের জন্য কেজি-২ শ্রেণীতে শিক্ষার ব্যবস্থা রয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply