শিক্ষা নিউজ

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেবচনা করেই এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেবচনা করেই এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়নি। তবে ভার্চুয়াল মাধ্যমে আমাদের পাঠদান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও ইউনেস্কোর ঢাকা অফিসের উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

ডা. দীপু মনি বলেন, ট্রান্সলেট অ্যা স্টোরি ইনিশিয়েটিভের মাধ্যমে ইউনেস্কো ও বিভিন্ন সংস্থা যে উদ্যোগ নিয়েছে সেটি শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও সহায়তা করবে।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক এই দুর্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়নি। তবে অনলাইনে তাদের শ্রেণি কার্যক্রম চলমান রয়েছে। ‘ট্রান্সলেট স্টোরি ইনিশিয়েটিভ বাংলাদেশ’-এর মাধ্যমে ইউনেসকো এবং বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের মেধা বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

শিশুদের জন্য তাদের মাতৃভাষায় মানসম্পন্ন পাঠ উপকরণ তৈরিতে ‘ট্রান্সলেট স্টোরি ইনিশিয়েটিভ বাংলাদেশ’ কাজ করেছে। ইউনেসকো, নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ৩০০ বইয়ের বেশি বাংলায় অনুবাদ

এবং পাঁচটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় ১০০ বইয়ের অনুবাদ সম্পন্ন হয়েছে। কারিগরি সহযোগিতায় ছিল এটুআই ও আইসিটি বিভাগ। অনুবাদ করা সব বই বিভিন্ন উন্মুক্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সরাসরি ব্যবহার করতে পারবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply