ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের ক্লাস শুরু ৭ আগষ্ট
ডিপ্লোমা স্তরের সকল শিক্ষাক্রমের অনলাইনে তত্ত্বীয় (Theory) ক্লাস এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষাবোর্ড। কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের কর্মকর্তাগণের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মােতাবেক ৬৪ টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদলি কার্যক্রম সুচারুরুপে সম্পন্নকরণ ও অনলাইন ক্লাস শুরু করার অধিকতর প্রস্তুতি গ্রহণের করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষা ক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্বীয় ক্লাস আগমী ০১ আগস্ট, ২০২১ খ্রি. তারিখের পরিবর্তে ০৭ আগস্ট, ২০২১ খ্রি. তারিখ হতে অনলাইনে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হয়েছে।