শিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে মাউশির নতুন নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে প্রতিদিন গুগল ফর্মের মাধ্যমে আর তথ্য পাঠাতে হবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। করোনা সংক্রমণে শ্রেণি পাঠদান বন্ধ থাকায় এই নির্দেশনা।   রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ১১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিতভাবে সুরক্ষিত রাখতে নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী দৈনিক ভিত্তিতে গুগল ফর্মে তথ্য পাঠাতে জারি করা চিঠি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।

 

দেশের সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এই নির্দেশনা দেয়া হয়।

 

The Department of Secondary and Higher Education has instructed that in order to keep the educational institution safe, there is no need to send any more information through Google form every day.

This instruction is due to the fact that class teaching is stopped in Corona infection. The directive issued by the Department of Secondary and Higher Education on Sunday said that the letter issued by the Monitoring and Evaluation Wing of the Department of Secondary and Higher Education on January 11 to send information in Google form on daily basis as per the checklist scheduled to keep the educational institution regularly secured was postponed. This instruction was given to the heads of all the concerned educational institutions of the country.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply