শিক্ষা নিউজ

আমরা আমাদের পড়াশোনার ধরনটাকে একটু বদলাতে চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আমরা দক্ষ যোগ্য মানুষ তৈরি করতে চাই। যে মানুষের কথা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সেরকম সোনার মানুষ গড়তে চাই। যারা সু-নাগরিক হবে। সেজন্য আমরা আমাদের পড়াশোনার ধরনটাকে একটু বদলাতে চেষ্টা করছি। এ জন্য অনেক বাবা-মা আমার ওপর একটু গোস্যা (অভিমান) হচ্ছেন। তারা বলছেন পরীক্ষা কমিয়ে দিলে তো আমাদের ছেলে-মেয়েরা ভালো শিখবে না।

 

উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।

 

মন্ত্রী বলেন, শুধু পরীক্ষা দিয়ে তো ভালো শেখা হয় না। গবেষণা বলছে, যেখানে যে দেশে শিক্ষার মান যত উন্নত। সেখানে সে দেশে পরীক্ষার চাপ তত কম। পরীক্ষা নেই তার মানে এই নয় যে আমি শিখছি না। করোনাকালিন সময়ে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে।

 

স্থানীয় এমপি এবং সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে এসময় বিশেয অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর মোজাম্মেল হক।

 

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা না হলেও প্রতিদিনই মূল্যায়ন হতে থাকবে। এজন্য দরকার দক্ষ শিক্ষক। সেজন্য আমরা শিক্ষক প্রশিক্ষণে মনোনিবেশ করেছি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply