জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষা নিউজ

“যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না” -উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজে অনার্স-মাস্টার্স খুলে উচ্চশিক্ষার অবনতি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, এভাবে আর চলতে দেয়া হবে না। যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না। ১৬ জানুয়ারি হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দিনারপুর কলেজের অনার্স (পাস) অধিভুক্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি এসব কথা বলেন।

প্রফেসর আমানুল্লাহ বলেন, কোনো ধরনের প্রতিষ্ঠানিক কাঠামো না থাকা সত্তে¡ও শুধুমাত্র রাজনৈতিক কারণে শিক্ষার নামে বাণিজ্য করার পথ প্রশস্ত করেছে বিগত সরকার। প্রশিক্ষণপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকের শূন্যতা, ল্যাব ফ্যাসিলিটির অভাব, লাইব্রেরী, সেমিনার, ক্লাসরুম এমনকি স্যানিটেশন সুবিধা না থাকলেও অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে তদবির করে বিভিন্ন উপায়ে অনার্স-মাস্টার্স খুলে বসে আছেন। তাদের কর্মকান্ড মূল্যায়ন করে সন্তোষজনক না হলে দ্রত সময়ের মধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

"যত্রতত্র অনার্স-মাস্টার্স আর খোলা হবে না" -উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে চলতি সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার উপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনারপুর কলেজের এডহক কমিটির সভাপতি অনুপম দাশ অনুপ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দিনারপুর কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ বেদীতে পুপস্তবক অর্পণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply