ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ বিজ্ঞপ্তি 2023 Diploma-in-engineering exam results Rescrutiny
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি BTEB Board Challange 2022. Diploma-in-engineering exam results Rescrutiny Notice 2022। পলিটেকনিক উত্তরপত্র বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম এবং বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
BTEB Exam Result Rescrutiny Apply 2022
আগস্ট-সেপ্টেম্বর, ২০২২ মাসে অনুষ্ঠিত ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড শিক্ষাক্রমের ফলাফল প্রকাশ ও পুনঃ নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ আবেদন করা যাবে আগামী ২৩ মে ২০২৩ তারিখ থেকে ১৭ জুলাই পর্যন্ত। প্রতি পত্রের জন্য বা বিষয় প্রতি ৩০০ টাকা ফিস নির্ধারিত করা হয়েছে যা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম ৫ম ও ৭ম পর্ব নিয়মিত এবং ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব অনিয়মিত বোর্ড সমাপনী পরীক্ষা ২০২১-এর ফলাফল প্রকাশিত হয়েছে। BTEB Result PDF Download
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ফলাফল পুনঃনিরীক্ষণ জন্য শিক্ষার্থীদের ১৭/০৫/২০২৩ ইং থেকে ২৩/০৫/২০২৩ ইং তারিখের মধ্যে নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023 Diploma-in-engineering exam results Rescrutiny
CGPA এবং PF সংশোধন করা যাবে।
Diploma-in-engineering exam results Rescrutiny পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে প্রথমে www.bteb.gov.bd ভিজিট করুন এরপর উত্তরপত্র পুন:নিরীক্ষণ/ স্থগিত ফলাফল অপশনে ক্লিক করে ডিপ্লোমা পর্যায় অপশন সিলেক্ট করবেন এবং আপনার বিষয় চয়েস করবেন।