আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষে সেশন ফি সহ অন্যান্য ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রাথমিক পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ফাজিল (স্নাতক) পাস শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফাজিল (স্নাতক) পাস ২য় বর্ষ পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশিত হওয়ায় নিম্নবর্ণিত তফসিল অনুসারে ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষে সেশন ফি-সহ অন্যান্য ফি-আদায়ের কার্যক্রম শুরু করতে হবে।

(ক) সংশ্রিষ্ট মাদরাসাসমূহ ফলাফল প্রকাশের ৩০ (ত্ৰিশ) কার্যদিবসের মধ্যেই নিম্নবর্ণিত সেশন ফি-সহ অন্যান্য ফি-আদায় সাপেক্ষে।

ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে। আদায়কৃত অর্থ ব্যাংকে জমা দিয়ে ব্যাংক অনলাইন/টি.টি. রশিদ এর মূল কপি পরবর্তী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

(খ) ছাত্র-ছাত্রীদের ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের সেশন ফি-সহ অন্যান্য ফিনিম্নে নির্ধারণ করা হলো। উক্ত ফি-সমূহের মধ্যে সেশন ফি- ও ক্রীড়া ফি-বাবদ আদায়কৃত অর্থের ৫০% মাদরাসা এবং অবশিষ্ট ৫০% সহ অন্যান্য ফি- বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

সেশন ফি- ২৫০/-
ক্রীড়া ফি- ৫০/-
রোভার স্কাউটস বি.এন.সি.সি ফি- ২৫/-

ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষে সেশন ফি সহ অন্যান্য ফি জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি

ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষে সেশন ফি

(গ) মাদরাসা কর্তৃপক্ষ সংশ্রিষ্ট ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ফি-সমূহ আদায়ের পরবর্তী কর্মদিবসেই উক্ত ফি- {সেশন ফি-ও ক্রীড়া ফি বাবদ আদায়কৃত অর্থের ৫০% অর্থসহ অন্যান্য ফি- অর্থাৎ প্রতি ছাত্র-ছাত্রী ১৭৫/( একশত পচাত্তর) টাকা হারে)}রেজিস্ট্রার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা- এর হিসাব নম্বর: (STD)0200004383365 অগ্রণী ব্যাংক, সাতমসজিদ রোড শাখা-এর অনুকূলে (অগ্রণী ব্যাংকের অনলাইন ব্যাংকিং) টি.টি.যেখানে অনলাইন ব্যাংকিং নেই) ছাড়া অন্য কোন ব্যাংকের ড্রাফট (টি.টি গ্রহণ করা হবে না) জমা প্রদান করবে। উক্ত অনলাইন ব্যাংকিং টি.টি. মূল রশিদের সাথে ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকাও জমা দিতে হবে।

(ঘ) ফাজিল (স্নাতক) পাস শ্রেণিতে রেজিষ্ট্রেশন প্রাপ্ত যে সকল ছাত্র-ছাত্রী ফাজিল (স্নাতক) পাস ২য় বর্ষ পরীক্ষা-২০১৮ এ অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে অনুত্তীর্ণ হয়েছে সে সকল ছাত্র-ছাত্রীকেও পরবর্তী শিক্ষাবর্ষে (Immediate Year) (রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে) বিধি অনুযায়ী উপরোক্ত ফি- প্ৰদান (প্রতি ছাত্র-ছাত্রী ১৭৫/-(একশত পচাত্তর) টাকা হারে) সাপেক্ষে ফাজিল (স্নাতক) পাস পরীক্ষার ফলাফল প্রকাশের ৩০ (ত্ৰিশ) কর্মদিবসের মধ্যে সেশন ফি-সহ অন্যান্য ফি-জমা দিতে হবে।

ছাত্র-ছাত্রীদের তালিকাসহ আদায়কৃত অর্থের অনলাইন ব্যাংকিং এর জমা দানের মূল রশিদ পরবর্তী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অত্র বিশ্ববিদ্যালয়ের বছিলা, মোহাম্মদপুরস্থ অস্থায়ী কার্যালয়ের একাডেমিক শাখায় সরাসরি/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।

(ঙ) সকল ছাত্র-ছাত্রীর আদায়কৃত ফি-সমূহ একটি ব্যাংক রিপের মাধ্যমে জমা দেওয়া যাবে, তবে শিক্ষাবর্ষ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের তালিকা পৃথক ভাবে জমা দিতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group