শিক্ষা নিউজ

সংসদ টিভিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস রুটিন

সংসদ টিভিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশিত হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল) টেলিভিশনে শুরু হয়েছে কারিগরির এসএসসি ও দাখিল ভোকেশনাল শিক্ষার্থীদের এবং মাদ্রাসা ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার।

সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে এদিন থেকে দাখিল ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির আরবি বিষয়ের রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হবে। ‘আমার ঘরে আমার মাদরাসা’ শিরোনামে এ কার্যক্রম শুরু হচ্ছে। শনিবার (১৮ এপ্রিল) ১৯ থেকে ২৯এপ্রিল সংসদ টিভিতে দাখিলের ক্লাস সম্প্রচারের রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। আর গত ৭ এপ্রিল ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। এরই ধারাবাহিকতায় আজ ‘ঘরে বসে কারিগরি শিক্ষা’ শিরোনামে সংসদ টিভিতে এসএসসি ও দাখিল ভোকেশনালের ক্লাস ও ‘আমার ঘরে আমার মাদরাসা’ শিরোনামে দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের আরবি ক্লাস প্রচার শুরু হচ্ছে।

সংসদ টিভিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস রুটিন সংসদ টিভিতে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাস রুটিন

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা Daily Result BDকে বলেন, দাখিল পর্যায়ে শিক্ষার্থীদের সাধারণ বিষয় গুলোর ক্লাস মাধ্যমিকের সাথে একই, তাই মাধ্যমিকের ক্লাস গুলো দেখলেই দাখিলের শিক্ষার্থীরা উপকৃত হতে পারবেন। তাই আর আরবি বিষয়ের ক্লাসগুলো সংসদ টিভিতে প্রচারের জন্য তৈরি করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে প্রেক্ষিতে আরবি ক্লাসগুলো তৈরি করা হয়েছে। আজ থেকে এসে ক্লাসগুলো প্রচার করা হবে।

জানা গেছে, বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত দাখিল পর্যায়ের ৬ষ্ঠ ১০ম শ্রেণির আরবি বিষয়ের ক্লাস সংসদ টিভিতে প্রচার করা হবে। প্রতিটি ক্লাস হবে ১৮ মিনিটের।

Daily Result BD পাঠকের জন্য সংসদ টিভিতে মাদরাসার ক্লাস প্রচারের রুটিন PDF তুলে ধরা হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply