পরীক্ষা খবরপ্রশ্ন সমাধানশিক্ষা নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ (পরীক্ষা অনুষ্ঠিত ২০২২) পরীক্ষার প্রশ্ন ও সমাধান।  প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখুন এখানে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০১৯

প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ পরীক্ষার প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ঃ৩০ টায় শুরু হয় এই পরীক্ষা।  ১ ঘন্টা পরীক্ষা শেষে ১১ঃ৩০ টায় পরীক্ষা শেষ হয়।  আগামী ২২ এপ্রিল ১ম ধাপের পরীক্ষা হবে।

এদিকে আজকের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে চাইলে একাধিক পরীক্ষার্থী জানান, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। তারপরও যেহেতু প্রতিযোগী সংখ্যা ২৪ লাখেরও বেশি; তাই যোগ্য ও দক্ষরাই শেষ পর্যন্ত টিকে থাকবে।

এখানে আপনাদের সামনে তুলে ধরব ৩ জুন ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন সেটের প্রশ্নের সমাধান । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্নের সমাধান দেখুন এখানেই।

৩য় ধাপের প্রশ্ন ও উত্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০

৩য় ধাপের প্রশ্ন ও উত্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০

প্রথম ধাপের প্রশ্ন ও উত্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০

 


প্রথম ধাপের প্রশ্ন ও উত্তর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সকল সেট ২০১৯

১. Deciduous trees are trees those- lose the leaves annually
২.‘সমাস’ শব্দের অর্থ কি — সংক্ষেপণ
৩. কোন দুটি বর্ণের পর ণ ও ষ হয় — ঋ,র
৪. ২০%
৫. ১৫০
৬.  1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন -এম আর আখতার মুকুল
৭. Which one of the following words is not plural- News
৮.  Ans: 660
৯.‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি — গৈ+ অক
১০. Ans : 24
১১.শুদ্ধ বানান কোনটি — মুমূর্ষ
১২. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি — প্রশ্নচিহ্ন
১৩. The meaning of the word obese is- Very fat
১৪.কে কোথায় প্রথম ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে
১৫. ঢেঁকিতে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়- শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়
১৬. Pass away means- die
১৭. The synonyms of ‘ crime’ is-offense
১৮.চাউল, চিনি, পানি এগুলো কি বাচক বিশেষ্য — বস্তুবাচক
১৯.যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে — জটিল বাক্য
২০.ধ্বনির পরিবর্তন কত প্রকার — ২ প্রকার
২১. Ans: 18,19
২২. কম্পিউটারের মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারণ ক্ষমতা প্রকাশের একক কোনটি- বাইট
২৩.  Ans: 180
২৪. What is the noun of Accept- acceptance
২৫. English —across the word- Is spoken
২৬.‘‘উলুখাগড়া’’ শব্দের অর্থ কি — গুরুত্বহীন লোক
২৭. Ans: a
২৮.কষ্টে লাভ হয় যা — দুর্লভ
২৯.  Ans: cheapest
৩০ . জন্মহীন মৃত্যুহীন — অজ
৩১. A little
৩২. ans: 14
৩৩. The faminie form of the word author is- authoress
৩৪. Ans: ২৪ মে সকাল ৬:০০ টা
৩৫.‘‘গাছপাথর’’ বাগধারাটির অর্থ কি –হিসাব নিকাশ
৩৬.‘ আগ্নেয়’’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি — অগ্নি+ষ্ণেয়
৩৭. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন- Nikolai Podgorny
৩৮. 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-
৩৯.1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে-২২৩
৪০. ans: 3
৪১. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি  অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে-
৪২.‘শর্বরী’ এর বিপরীত শব্দ কোনটি — দিবস
৪৩. Singular form of data is – Datum
৪৪. Rajshahi is  —— sugar growing areas is Bangladesh- one of the largest
৪৫. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয়-৩৫০
৪৬. ans:
৪৭. Ans: He is known to me
৪৮. Ans: 1875
৪৯. Ans: 4
৫০. একুশে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-UNESCO
৫১. BRICS  প্রতিষ্ঠিত ব্যাংকের নাম-New Development Bank
৫২. ans:
৫৩. দেশে বিদেশে’র.লেখক কে- সৈয়দ মুজতবা আলী
৫৪. Ans:1/2
৫৫. Ans: 500
৫৬.‘গবেষণা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি — গো+ এষণা
৫৭. ans: 39
৫৮. ans: 30
৫৯.কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
৬০. ans:  A little
৬১. ans: 90
৬২. ans : exciting
৬৩. ans:
৬৪. The Spirit of Islam বইটির লেখক কে-সৈয়দ আমীর আলী
৬৫.1971 সালে ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন- জেনারেল রাও ফরমান আলী
৬৬. Ans: 9
৬৭.‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে — সরণি
৬৮.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন- ৯ বার
৬৯.কোনটি প্রাদি সমাসের উদাহরণ — প্রগতি
৭০. Ans: 11
৭১. Choose the word with correct spelling-receive
৭২. Ans: 15
৭৩. Ans: সূক্ষ্নকোণ
৭৪.বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি-মেরু অঞ্চলে
৭৫.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- সম্রাট আকবর
৭৬. পলাশী থেকে ধানমন্ডি চলচ্চিত্রের পরিচালক কে-আব্দুল গাফফার চৌধুরী
৭৭.শুদ্ধ বানান কোনটি — বিভীষিকা
৭৮.‘ সুনাম’ শব্দের ‘ সু’ কোন উপসর্গ — বাংলা
৭৯. Ans: insert
৮০. ans: 3

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম ধাপের প্রশ্ন ও সমাধান সকল সেট – ২০২২

বাংলা অংশের সমাধানঃ

০১| কোন দুটি বর্ণের পর মূর্ধন্য-ণ ও মূর্ধন্য-ষ হয়?
উত্তর: খ (ঋ,র এর পরে)।

০২| “শর্বরী” এর বিপরীত শব্দ কী?
উত্তর: ঘ (দিবস);
★ শর্বরী অর্থ রাত।

০৩| “গায়ক” এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: খ (গৈ+অক);
★ নৈ+অক=নায়ক ব্যঞ্জন সন্ধি।

০৪| শুদ্ধ বানান কোনটি?
উত্তর: মুমূর্ষু।

০৫| “The Spirit of Islam”বইটির লেখক কে?
উত্তর: সৈয়দ আমির আলী।

০৬| “দেশে-বিদেশের” লেখক কে?
উত্তর: ক (সৈয়দ মুজতবা আলী);
★ এটি একটি ভ্রমণকাহিনি।

০৭| “গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর: ক (গো+এষণা)।

০৮| “সমাস”শব্দের অর্থ কী?
উত্তর: ঘ (সংক্ষেপণ);
★ তাছাড়া মিলন/একপদীকরণ।

০৯| “জন্মহীন মৃত্যুহীন–
উত্তর: খ (অজ)।

১০| “কষ্টে লাভ করা যা–
উত্তর: ক (দুর্লভ);
★ যা কষ্টে জয় করা যায়— দুর্জয়।

১১| শুদ্ধ বানান কোনটি?
উত্তর: খ (বিভীষিকা)।

১২| যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে-
উত্তর: জটিল বাক্য + মিশ্র বাক্য।

১৩| “আগ্নেয়” শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
উত্তর: গ (অগ্নি+ষ্ণেয়);
★ ভগ্নি+ষ্ণেয় (এয় প্রত্যয় বিশ্লেষণে ষ্ণেয় হয়)।

১৪| ধ্বনি পরিবর্তন কত প্রকার?
উত্তর: খ (২ প্রকার)।

১৫| কোনটি প্রাদী সমাসের উদাহরণ?
উত্তর: ঘ (প্রগতি)।

১৬| “পথ” শব্দের সমার্থক শব্দ হচ্ছে…
উত্তর: গ(সরণি)।

১৭| “চাউল,চিনি,পানি,”এগুলো কী বাচক বিশেষ্য?
উত্তর: খ (বস্তুবাচক বা দ্রব্যবাচক);
★ সমষ্টিবাচক সভা,জনতা,সমিতি,ঝাঁক ইত্যাদি।

১৮| “সুনাম” এর ‘সু’ কোন উপসর্গ?
উত্তর: ক (বাংলা);
★ সুনীল/সুকণ্ঠ ইত্যাদি সংস্কৃত উপসর্গ। সুনাম/সুনজর/সুকাজ উত্তম অর্থে বাংলা শব্দের সাথে বাংলা উপসর্গ।

১৯| “গাছ পাথর” বাগধারাটির অর্থ কী?
উত্তর: গ(হিসাব নিকাশ)।

২০| প্রান্তিক বিরামচিহ্ন কোনটি?
উত্তর: ঘ (প্রশ্নচিহ্ন)।

২১| “উলুখাগড়া” শব্দটির অর্থ কী?
উত্তর: ঘ (গুরুত্বহীন লোক

ইংরেজি অংশের সমাধানঃ

01. Correct Spelling-
Ans: Receive.
02. Synonym of the word ‘Crime’ is—-
Ans: ‘Offence’.
03. Meaning of the word ‘Obese’ is —-
Ans: ‘Very fat’.
04. ‘Pass away’ means-
Ans: Die Android App: Job Circular.
05. English ——–across the world.
Ans: is spoken.
06. Singular form of ‘Data’.
Ans: Datum.
07. Of the four books , the red one is the —–.
Ans: Cheapest.
08. The passive form of ‘ I know him’.
Ans: He is known to me.
09. Opposite of ‘Delete’.
Ans: Insert
10. Feminine form of ‘ Author’.
Ans: Authoress.
11. Antonym of ‘Insipid’.
Ans: Exciting.
12. Which sentence is correct?
Ans: He does not know how to swim.
13. Noun form of the word ‘Accept’.
Ans: Acceptance.
14. Which sentence is correct?
Ans: One of my friends is lawyer.
15. Rajshahi is ————sugar growing areas in Bangladesh.
Ans: one of the largest.
16. There is ——–milk in the glass.
Ans: a little.
17. Which word is not plural ?.
Ans. News.
18.I hardly go out after dusk.
Ans: আমি সন্ধার পরে কদাচিৎ বাইরে যাই।
19. ‘Deciduous’ trees are trees those ——-
Ans: lose the leaves annually.
20. She was blessed ——a son .
Ans: with

 জ্ঞানঃসাধারণ

০১. ২১ শে ফেব্রুয়ারিকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে?
উত্তর: UNESCO.

০২. BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি?
উত্তর: New Development Bank(NDB).

০৩. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
উত্তর: মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।

০৪. ১৯৭১ সালের ঢাকা শহরে অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন?
উত্তর: জেনারেল রাও ফরমান আলী।

০৫. পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১ ডিগ্রি হলে ওই দুইটি স্থানের সময়ের পার্থক্য কত?
উত্তর: ৪ মিনিট।

০৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন?
উত্তর: ৭ বার।

০৭. বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি?
উত্তর: মেরু অঞ্চলে।

০৮. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উত্তর: সম্রাট আকবর।

০৯. পলাশী থেকে ধানমন্ডি চলচিত্রের পরিচালক কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী।

১০. কম্পিউটার মেমোরির ধারণ ক্ষমতা প্রকাশের একক কি?
উত্তর: বাইট।

১১. ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টা হলে লন্ডনে সময় কত?
উত্তর: ২৪ মে সকাল ৬ টা।

১২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর: নিকোলাই পদগোনি।

১৩. ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর: বিচারপতি আব্দুস সাত্তার।

১৪. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল?
উত্তর: ২২৩ টি।

১৫. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?
উত্তর: ১৭ টি।

১৬. বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত?
উত্তর: ৩৫০ টি।

১৭. ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন?
উত্তর: এম আর আখতার মুকুল।

১৮. কে কোথায় প্রথম ঐতিহাসিক ৬ দফা প্রস্তাব পেশ করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে।

১৯. ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

________________________________

গনিত সমাধানঃ

১. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
উত্তরঃ ২০%

২. যদি x+y = ১৭ এবং xy = ৬০ হয়, তবে x-y এর মান কত?
উত্তরঃ ৭

৩. যদি (x-y)^2 = ১২ এবং xy = ১ হয় তবে x^2+y^2= কত?
উত্তরঃ ১১

৩. a-1/a = 3 হলে ‍a^2+1/a^2 এর মান কত?
উত্তরঃ ১১

৪. সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি-
উত্তরঃ সুক্ষ্ণকোণ।

৫. কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
উত্তরঃ ৯০

৬. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দুটি কি কি?
উত্তরঃ ১৮ ও ১৯

৭. একটি সেনাবাহিনীর গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল?
উত্তরঃ

৮. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩:১। উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
উত্তরঃ ১৮৭৫

৯. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১। এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
উত্তরঃ ৪ গ্রাম।

১০. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
উত্তরঃ ৫০০ জন।

১১. একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি ৪ মিনিটে পূর্ণ হয় এবং ২য় নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্র খুলে দিলে খালী চৌবাচ্চা টি কতক্ষণে পূর্ণ হবে?
উত্তরঃ

১২. দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় এর ফলে ৫৪ বৃদ্ধি পায়। অংক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
উত্তরঃ ৩৯

১৩. প্রদত্ত উপাত্ত-গুলোর মধ্যক কোনটি? ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১
উত্তরঃ ১৫

১৪. একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত?
উত্তরঃ ৩০ জন।

১৫. ০.১ x ১.১x১.২/০.০১x০.০২ এর মান কত?
উত্তরঃ ৬৬০

১৬. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার এর চারিদিকে বেড়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১৮০ মিটার।

১৭. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি ১১ মাসের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ?
উত্তরঃ ১/২

১৮. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর ২, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
উত্তরঃ 24

_________________________________

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৯ পরীক্ষার একসেট প্রশ্ন আপনাদের সুবিধার্থে তুলে ধরা হলো

প্রাইমারি ১ম ধাপের পরিক্ষার প্রশ্ন এবং সমাধান 2019

১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান
২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন
৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২
৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100
৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ
৬. Out and out means- Thoroughly
৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩
৮. The word gravity is- Noun
৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০
১০. Correct spelling- achievement
১১. কোনটি বৃহত্তম- ৪/৩
১২. কপোল এর প্রতিশব্দ-গাল
১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%
১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক
১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা
১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি
১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড
১৮. The chain was—–than we thought. – Stronger
১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী
২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল
২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ
২২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড
২৩. Passive form of – He is going to open a shop- A shop is going to be opened by him
২৪.যার দুই হাত সমান চলে- সব্যসাচী
২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন
২৬.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
২৭.সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
২৮. ক্ষুৎপিপাসা সন্ধি বিচ্ছেদ- ক্ষুধ+পিপাসা
২৯. বাংলাদেশের বীরত্বসূচক উপাধির মধ্যে ২য় কোনটি- বীর উত্তম
৩০. ৩০.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন
৩১. সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস
৩২. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? -১৮১
৩৩. The Train—-From Rangpur. –Has already arrived
৩৪. সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপর কোণটি কত?- ৪০°
৩৫. He lives —comfortable life- a
৩৬.এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করা যাবে- সুকান্ত ভট্রাচার্য ৩৭.দূর প্রাচ্যের দেশ- জাপান
৩৮. বাংলাদেশের সংবিধানের কোন অংশে শিক্ষার জন্য সাংবিধানিক অধিকার ব্যক্ত আছে- ১৭
৩৯. Shakespeare is known mostly for his-Drama
৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে
৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ
৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে
৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি
৪৪. Man of straw meaning-Worthless Man
৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)
৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ
৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence
৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২
৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র
৫০. one should be careful about —duty. -Ones
৫১. Nine Men were concerned —the plot. – In
৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed.
৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place
৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার
৫৫. A voyage to lilliput written by – Jonathan swift
৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য
৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক
৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ
৫৯. Which of the noun used as feminine form- Moon
৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com
৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –
৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো-
৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার
৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২
৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০
৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট
৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ
৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট
৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন
৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান
৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom
৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী
৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি
৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার
৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking
৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি
৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০
৭৮. Synonym of Tenuous- Thin
৭৯. The invigilator made us——our identity card at test center. – Showing
৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh.
বিঃদ্রঃসমাধানে কিছু ভুল থাকতে পারে.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group