এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফলাফল ২০২৩ প্রকাশ
এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফলাফল ২০২৩ প্রকাশ করা হবে আগামী ১০ মার্চ । বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলে অসন্তুষ্ট হওয়া পরীক্ষার্থীদের খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের ফল আগামীকাল (১০ মার্চ) প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। বুধবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার পুনঃনিরীক্ষার আবেদনের ফল প্রকাশ করা হবে। আমাদের বিধান রয়েছে ফল প্রকাশের ৩০ দিনের ভেতর পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সে অনুযায়ী ১০ মার্চ আমরা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবো।
তিনি বলেন, এইচএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল ১০ মার্চ প্রকাশ করা হবে। বোর্ডগুলো এসএমএসের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করেছে। ঢাকা বোর্ডে ২১ হাজার খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়েছে।
১৪ ফেব্রুয়ারি থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়। এসএমএসের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রতিপত্রের খাতা পুনঃনিরীক্ষার জন্য ১৫০টাকা করে ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের। এর আগে ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। ফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেছিলেন।