জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যরেজাল্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ও মেধা তালিকা ২০২৪ NU Honours Admission Result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে মেধা তালিকায প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চুড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত তথ্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ২০২৩-২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০২৩। National University Honours Admission Result & Merit List 2024.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির মেধা তালিকার ফলাফল 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির মেধাতালিকা আগামী (১৮ মে) প্রকাশিত হবে। আর ২৯ মের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রবিবার (১৪ মে) দুপুরে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ১৮ মে ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। উক্ত ফলাফল এসএমএসের মাধ্যমে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ১ম মেধা তালিকা ১৮ মে বিকাল ৪ টায় প্রকাশ করা হবে। অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল এসএমএসে ফল প্রকাশের দিন বিকাল ৪ টা থেকে এবং অনলাইনে রাত ৯ টা থেকে পাওয়া যাবে। অনার্স ভর্তির ফলাফলের বিস্তারিত আপডেট পেতে এই লিংকে চোখ রাখুন।

অনার্স ভর্তির মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছ কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১ জুন তারিখ থেকে শুরু হয়েছে।

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২৩

অনার্স ভর্তির ১ম মেধা তালিকার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ NU Honours Admission Result

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার পদ্ধতি

আপনি দুই উপায়ে দেখতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রেজাল্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে মেধা তালিকার ফলাফল এসএমএস এর মাধ্যমে এবং অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের এর মাধ্যমে দেখতে পারবেন।

এসএমএসে অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) অনার্স ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকার ফলাফল এসএমএসে ১৮ মে ২০২৩ তারিখ বিকাল ৪ টা থেকে পাওয়া যাবে। খুব সহজেই এসএমএসে দেখতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০২৩।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রেজাল্ট এসএমএসে দেখতে sms অপশনে গিয়ে টাইপ।করুন nu এরপর একটি স্পেস দিয়ে টাইপ করুন athn আর একটি স্পেস দিয়ে ভর্তির roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে। পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির ফলাফল ও মেধা তালিকা।

উদাহরণ
(nu <space> athn <space> roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে)

NU অনলাইনে অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকার ফলাফল ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ১৮ মে ২০২৩ তারিখ রাত ৯টা থেকে পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির ফলাফল অনলাইনে রাত ৯ টায় প্রকাশ করার কথা থাকলেও এর আগে থেকেই অনলাইনে পাওয়া যায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা অনলাইনে দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রবেশ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার জন্য প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) থেকে Applicant Login অপশন থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে। এরপর লগইন করলেই পেয়ে যাবেন অনার্স ভর্তির রেজাল্ট।

educationsinbd.com এর পাঠকদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখার লিংক আপনাদের সুবিধার্থে নীচে ধরা হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ Honours ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা। 

NU অনার্স ভর্তির রেজাল্ট দেখার লিংক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রম নিমােক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

• ১য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখঃ ১৮/০৫/২০২৩ থেকে ২৯/০৫/২০২৩

শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি নিতে হবে।

• ১য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি নিয়ে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ২০/০৫/২০২২ থেকে ৩০/০৫/২০২৩

• সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ: ২০/০৫/২০২২ থেকে ৩১/০৫/২০২২

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফরম পূরন করবেন যেভাবে 

অনলাইনে এ গিয়ে আপনার ভর্তি রোল ও পিন এন্ট্রি দিন। আপনার আইডির একদম নিচে admission information এর admission from এ ক্লিক করুন। একটা ফরম দেখতে পাবেন ওখানে যা যা এন্ট্রি দিতে হবে

• religion : যারা মুসলিম তারা islam দিবেন, হিন্দু রা hinduism সিলেক্ট করবেন।
• nationality : Bangladeshi আর অন্য দেশের হইলে উল্লেখ করবেন।
• martial status : বিয়ে না হইলে unmarried দিবেন আর বিয়ে হইলে married সিলেক্ট করবেন।
• guardian name : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার নাম দিবেন।
• guardian’s mobile number : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার নাম্বার দিবেন।
• father/mother/guardians annual income : আপনার বাবা-মা, অথবা যিনি আপনার অভিভাবক তার বাৎরিক আয় দিবেন।
• permanent address : আপনার স্থায়ী ঠিকানা দিবেন। জেলা সিলেক্ট করবেন।
• present address : আপনার বর্তমান ঠিকানা দিবেন। জেলা সিলেক্ট করবেন।
• মেইন পয়েন্ট : Do you want to change your assigned on your given preference list : আপনার প্রথম চয়েস যদি না আসে সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে yes না করলে no দিবেন। আর যদি আপনি সাবজেক্ট পরিবর্তন করতে না চান no দিবেন।
• তারপর পর সেভ বাটনে ক্লিক দিয়ে ফাইলটা সেভ করবেন আপনার কাজ শেষ।

অনার্স ভর্তির বিষয় পরিবর্তনের মাইগ্রেশনের আবেদন

মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন প্রার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। তবে কোটা/রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনের কোন সুযােগ থাকবে না।

আরো পড়ুন- অনার্স ভর্তির বিষয় পরিবর্তনের মাইগ্রেশনের আবেদন সংক্রান্ত তথ্য ২০২৩

আবেদন ফরমের প্রিন্ট

সঠিক তথ্যপূর্ণ ভর্তির আবেদন ফরমটি Submit Application অপশনে ক্লিক করলে ভর্তির চুড়ান্ত আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে। ফরমটি ডাউনলােড করে দুই কপি A4 (8.5”×11) অফসেট
কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে রােল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া

সংশ্লিষ্ট কলেজে চুড়ান্ত ভর্তি ফরম জমা

আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। এই আবেদন ফরমের  সংগে আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫/- (চারশত পঁচাশি) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। চুড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীকে ফেরত দিবে।

অনার্স ভর্তির বিষয় পরিবর্তনের মাইগ্রেশনের ফলাফল

সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে ও মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয় ও করণীয় পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করে দেয়া হবে এবং ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে তা প্রার্থীকে জানানাে হবে। প্রার্থীর বিষয় পরিবর্তন হলে ওয়েবসাইট থেকে একই প্রক্রিয়ায় বিষয় পরিবর্তনের ফরম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। উল্লেখ্য যে, কোন প্রার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন প্রার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।

বিষয় পরিবর্তন মাইগ্রেশনের ফলাফল দেখতে ক্লিক করুন

NU অনার্স ভর্তির কোটার ফলাফল

রিলিজ স্লিপের ফরম পূরণের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। যে সকল প্রার্থী ইতােমধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছে এবং একই সংগে কোটায় নতুন বিষয় বরাদ্দ পেয়েছে সে সকল প্রার্থী কোটায় বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হতে চাইলে তাদের পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে।

অনার্স ভর্তি নিশ্চয়ন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীর ভর্তি নিশ্চয়ন/বিষয় পরিবর্তন হলে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রার্থীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে Applicant Login অপশন থেকে তা জানতে পারবে।

আজকে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশিত হয়েছে অনেকেই বেসরকারি কলেজে চান্স পেয়েছেন । তবে এসব কলেজে মাসিক বেতন প্রায় ১০০০ টাকার বেশী হয়ে থাকে এবং ভর্তি থেকে ফরম পূরন সব ক্ষেত্রে বেশি বেশি খরচ হবে। তাই আমার সাজেশন হলো যাদের আর্থিক সমস্যা নেই তারা প্রাইভেট কলেজে ভর্তি হতে পারেন আর যাদের আর্থিক সমস্যা আছে তারা ২য় রিলিজ স্লিপ কিংবা ডিগ্রী ভর্তির জন্য অপেক্ষা করুন। আর বেসরকারি কলেজে ভর্তি না হয়ে প্রাইভেট ভার্সিটি বেষ্ট অপশন আমার কাছে কারন খরচ প্রায় একই।

রিলিজ স্লিপে আবেদন করার শর্তাবলী ও ফরম পূরণ সম্পর্কিত তথ্য

যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী শূন্য আসন সাপেক্ষে পাঁচটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। কলেজ কর্তৃক যে সকল প্রার্থীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হবে না, সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।

রিলিজ স্লিপে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এই লিংকে 

অনার্স চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি হতে যেসব কাগজপত্র লাগবে

• অনলাইন থেকে মূল আবেদন ফরমের প্রিন্ট – ২ কপি
• প্রাথমিক আবেদনের- ২ কপি (আবেদনের সময় কলেজ থেকে যে আংশ দেওয়া হয়েছে)
• পাসপোর্ট সাইজের ছবি ৪ টি।
• এসএসসি ও এইচএসসি এর মূল সনদপত্র/ প্রশংসা পত্র ও সত্যায়িত কপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি মূল নম্বরপত্র ও সত্যায়িত কপি – ২ সেট।
• এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি – ২ সেট।
• ভর্তির টাকা জমার রশিদ।
• প্রার্থীর চারিত্রিক সনদপত্র।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন ও ফলাফল

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা কয়েক ধাপে প্রকাশ করা হয়।  ১ম মেধা তালিকায় যারা চান্স পাবেনা তাদের ২য় মেধাতালিকা ও মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে।  এরপর কোটা ও ২য় মেধাতালিকার মাইগ্রেশন এর ফলাফল প্রকাশ করা হবে। এর পরেও যারা চান্স পাবেনা তাদের জন্য ১ম রিলিজ স্লিপ ও ২য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ হবে।

• জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির জন্য প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে প্রার্থীদের পছন্দক্রম অনুযায়ী ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির বিষয় বরাদ্দ দেয়া হয়।

• একই প্রতিষ্ঠান/কলেজে একই বিষয়ে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হলে সেক্ষেত্রে পর্যায়ক্রমে এ সকল আবেদনকারীর ৪র্থ বিষয়সহ SSC ও HSC পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর যথাক্রমে ৪০% ও ৬০%, প্রয়ােজন হলে SSC ও HSC পরীক্ষার মােট প্রাপ্ত নম্বরের যথাক্রমে ৪০% ও ৬০%, এর পরেও যদি দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম এক হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম প্রণয়ন করা হবে। এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে

প্রথম মেধা তালিকার ফলাফল
দ্বিতীয় মেধা তালিকা এবং প্রথম মেধা তালিকার বিষয় পরিবর্তনের ফলাফল
• বিশেষ কোটা এবং দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তনের ফলাফল
১ম রিলিজ স্লিপের ফলাফল
২য় রিলিজ স্লিপের ফলাফল  (প্রয়ােজনে একাধিকবার) মাধ্যমে সম্পন্ন করা হবে।

অনার্সে চান্স হয়নি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সুযোগ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রফেশনাল কোর্সে ভর্তির সকল তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ২০২২-২৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০২৩।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি রেজাল্ট ও মেধা তালিকা ২০২৪ NU Honours Admission Result

Comments are closed.