উপবৃত্তি নিউজ

ডিগ্রি উপবৃত্তি অনলাইন আবেদনের সার্ভার জটিলতা যা করবেন

ডিগ্রি উপবৃত্তি অনলাইন আবেদনের সার্ভার জটিলতা (“Error! Data Load failed from NU server!!”) ইতিমধ্যে পুরোপুরি ঠিক হয়েছে যারা এখনো আবেদন করেননি,অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ, যেসব শিক্ষার্থীর অনলাইন নিবন্ধন করতে গিয়ে “Error! Your Institution is Not Registered For PMEAT Scholarship program” লিখা আসতেছে আপনাদের কলেজ কর্তৃক শিক্ষার্থীর ডাটা এন্ট্রির জন্য অপেক্ষা করতে হবে! কয়েকদিনপর আবেদন করতে পারবেন…

অনলাইনে আবেদন করার পর করণীয়ঃ
বৃত্তি অনলাইন আবেদন সম্পন্ন হলে আপনি রেজিষ্ট্রেশন ও পিন দিয়ে ওয়েবসাইটে লগইন করে প্রোফাইল অপশন থেকে আবেদনের অনলাইন কপি ডাউনলোড করে প্রিন্ট করবেন! উক্ত প্রিন্ট কপিসহ কলেজ কর্তৃক নির্দেশিত প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজে জমা দিতে হবে। (যদিও এখন প্রিন্ট কপি ডাউনলোড করা যাচ্ছে নাহ! মঙ্গলবার,বুধবারের মধ্যে সার্ভার আপডেট হতে পারে,তখন লগইন করে প্রিন্ট কপি বের করতে পারবেন)

সর্তকতা

স্নাতক (পাস)  ডিগ্রি ২০১৮-১৯ সেশন নিবন্ধনের সময় ১ম বর্ষ লিখে আবেদন করবেন। ইতিমধ্যে যদি ভুল করে থাকেন, কলেজে প্রিন্ট কপি জমা দেওয়ার সময় দায়িত্বরত শিক্ষককে বিষয়টি জানাবেন।

 কীভাবে আবেদন করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল

আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://estipend.pmeat.gov.bd

এক নজরে অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নাম্বার;
২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নাম্বার;
৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;
৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;
৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।
(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ, রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবে)

কলেজে আবেদন জমাদানের সময় যা যা লাগতে পারেঃ
১. ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;
২. সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি;
৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি;
৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
৫. অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।

শর্তাবলীঃ
১. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
২. অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।

জেনে রাখুনঃ
👉 যাদের নিবন্ধন করার সময় “Error! Not Eligible! Annual Income more than 100000” লিখাটি আসবে,তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ! কারণ ডিগ্রির ভর্তির সময় অভিভাবকের বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি দিয়েছিলেন তাই!
👉 শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৮-১৯),(২য় বর্ষ ২০১৭-১৮) এবং (৩য় বর্ষ ২০১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।
👉 ১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।
👉 Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।
👉 ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply