উপবৃত্তি নিউজ

শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেবে সরকার, আবেদন করবেন যেভাবে- কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

শিক্ষার্থীদের আর্থিক অনুদান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনুদান পেতে আগামী ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ।।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন বিজ্ঞপ্তি

২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসেবে বরাদ্দকৃত অর্থ উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে ইতােমধ্যে একটি নীতিমালা (সংশােধিত-২০২৫) জারি করা হয়েছে।

আরো পড়ুন- ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি 

নীতিমালাটি কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সকল জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবরে বিতরণসহ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি (www.tmed.gov.bd) আপলাড করা হয়েছে। উক্ত নীতিমালা অনুযায়ী নিম্নবর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:

যেসব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আবেদন করতে পারবে

• মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত/স্বতন্ত্র (অনুদানপ্রাপ্ত/অনুদানবিহীন) এবতেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতি প্রাপ্ত/এমপিওভুক্ত বেসরকারি কারিগরি/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরী, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান গড়ার নিমিত্ত প্রয়ােজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরীর আবেদন করতে পারবে।

• শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান ভাল এরূপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করতে হবে;

• দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত/স্বতন্ত্র (অনুদানপ্রাপ্ত অনুদানবিহীন) এবতেদায়ী মাদ্রাসা ও স্বীকৃতি প্রাপ্ত/এমপিওডুক্ত বেসরকারি কারিগরি/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী তাদের জটিল ও ব্যয়বহল রােগ এবং দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরীর আবেদন করতে পারবেন;

• সরকারি বা বেসরকারি কারিগরি/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ জটিল ও ব্যয়বহল রােগ, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরির আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করতে হবে;

অনুদানের আবেদনের সময়সীমা: অনুদান পেতে আগামী ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ।

অনুদানের আবেদন করবেন যেভাবে

মঞ্জুরি/অনুদান প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ২০ মার্চ ২০২১ তারিখের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েব সাইটে (www.tmed.gov.bd) “শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম” বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না;

আবেদনের সাথে যেসব কাগজপত্র জমা দিতে হবে

• বেসরকারি কারিগরি/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনুদানের আবেদনের যথাযথ কারণসহ প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

• শিক্ষক ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয়ের প্রমাণাদিসহ ডাক্তারি সনদ এবং দৈব দুর্ঘটনার স্বপক্ষে প্রমাণকপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

• শিক্ষা প্রতিষ্ঠানের আবেদেনের ক্ষেত্রে আবেদনের যথাযথ কারণ উল্লেখপূর্বক ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;

• শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীদের বরাদ্দকৃত অর্থ মােবাইল ব্যাংকিং {ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ)} এর মাধ্যমে প্রদান করতে হবে;

• শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব নম্বরে প্রদান করা হবে; আবেদনের কোন হার্ডকপি প্রহণ করা হবে না।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন বিজ্ঞপ্তি ২০২৬

মাদ্রাসা ও কারিগরির অনুদানের আবেদন করতে ক্লিক করুন

আবেদনের নীতিমালা দেখতে ক্লিক করুন 

শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে নিম্নরূপ হারে আর্থিক সর্বোচ্চ মঞ্জুরী প্রদান করা যাবে:

• একক শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫০,০০০/-
• একজন শিক্ষক/কর্মচারীঃ ২০,০০০/-
• এবতেদায়ী (১ম থেকে ৫ম শ্রেণি) পর্যায়ের প্রতি শিক্ষার্থীঃ ৩,০০০/-
• দাখিল/এসএসসি (ভােকেশনাল) পর্যায়ের প্রতি শিক্ষার্থীঃ ৫,০০০/-
• আলিম/এইচএসসি (বিএম)/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যায়ের প্রতি শিক্ষার্থীঃ ৬,০০০/-
• ফাযিল ও তদুর্ধ্ পর্যায়ের প্রতি শিক্ষার্থীঃ ৭,০০০/-

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রদানকৃত অর্থ এককালীন মঞ্জুরি হিসাবে এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত অর্থ অনুদান হিসাবে গণ্য হবে। বাজেট প্রাপ্তি সাপেক্ষে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারী করবে। বিজ্ঞপ্তির কপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ-এর ওয়েবসাইটে এবং বহুল প্রচলিত একটি বাংলা ও একটি ইংরেজী জাতীয় পত্রিকায় প্রকাশ করতে হবে।

বিজ্ঞপ্তির কপি জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রেরণ করতে হবে। জেলা শিক্ষা অফিসার জেলার সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করবেন। অনুমােদিত নীতিমালা বাজেট শাখা থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন দপ্তর-সংস্থায় এবং জেলা প্রশাসক এর কার্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করতে হবে।

নীতিমালায় যা কিছুই থাকুক না কেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নিজস্ব বিবেচনায় বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থী/শিক্ষক-কর্মচারী/অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এ খাত থেকে অর্থ মঞ্জুর করার ক্ষমতা সংরক্ষণ করে আবেদন/সুপারিশকে অর্থ প্রাপ্তির অধিকার হিসাবে গণ্য করা যাবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply