প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

কর্পোরেট কর পরিকল্পনা প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল হিসাববিজ্ঞান
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
কর্পোরেট কর পরিকল্পনা
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১২৫১৩
পূর্ণমান: ৮০

খ বিভাগ
০১. কর পরিকল্পনার সাধারণ নীতিমালা কি কি?
০২. কর ও ফি এর মধ্যে পার্থক্য দেখাও।
০৩. প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও।
০৪. NI তত্ত্ব এবং NOI তত্ত্বের মধ্যে পার্থক্য কর।
০৫. মূলধন বাজার ও অর্থ বাজারের মধ্যে পার্থক্য দেখাও।
০৬. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য দেখাও।
০৭। সমানুপাতিক করের সুবিধা ও অসুবিধাসমূহ কী কী?
০৮. গ্র্যাচুইটি তহবিল কী? আলোচনা কর। নং
০৯. মক্কেলভিত্তিক সালিশি কী? উদাহরণ দাও।
১০. দ্বৈত কর পরিহারের লক্ষ্যে চুক্তিসমূহ বর্ণনা কর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ
০১ (খ) কর পরিকল্পনা ও কর ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও।
(ক) কর ব্যবস্থাপনা বলতে কী বুঝ?
০২. (ক) করের বৈশিষ্ট্য বর্ণনা কর।
০৩. কর পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্য কী কী?
(ক) বন্ড কী? বন্ডের প্রকারভেদ লিখ।
০৪.(খ) আর্থিক প্রতিবেদন ও কর পরিকল্পনার মধ্যকার দ্বন্দ্বসমূহ ব্যাখ্যা কর।
০৫. কর সঞ্চয় বাহন কি? এটি কত প্রকার ও কি কি?
০৬. শেয়ার পুনঃক্রয় কী? শেয়ার পুনঃ ক্রয়ের কারণগুলো কী কী?
০৭ (ক) কর প্রদান ক্ষমতা বলতে কী বুঝায়?
(খ) জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্য লিখ।
০৮. প্রান্তিক কর হার এবং গড় কর হারের পার্থক্য আলোচনা কর।
০৯. প্রান্তিক কর হারের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১০. বেতন বনাম বর্ধিত সুবিধাসমূহ সম্পর্কিত কর পরিকল্পনা বর্ণনা কর।
১১. কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য বিশেষ কর ছাড় এর ক্ষেত্রসমূহ লেখ।
(খ) বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কর নীতির উদ্দেশ্য আলোচনা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply