প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল বাংলা
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
বিষয় কোড: ৩১১০১৩
সময়: ৪ ঘণ্টা
পূর্ণমান: ৮০

খ বিভাগ
০১. আলাউদ্দিন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতায় ‘স্মৃতিস্তম্ভ’ কী?
০২. ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতা কবি বর্ণমালাকে দুঃখিনী বলেছেন কেন?
০৩. সিকান্দার আবু জাফর রচিত ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতায় বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা কর।
০৪.”হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর। “বলতে কী বুঝানো হয়েছে?
০৫. ‘ঈগল হত্যা বার্ষিকী, একুশে’ কবিতার মূলভাব লেখ।
০৬. ‘কবর’ নাটক অবলম্বনে মুর্দা ফকিরের পরিচয় দাও।
০৭. ‘সে আমার জীবনের লাশ।’ এই সংলাপের প্রেক্ষাপটে মাতবরের মেয়ের হাহাকার লিপিবদ্ধ কর।
০৮. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটো পাইকের ভূমিকা লিখ।
০৯. মাতবরের মেয়ের জীবনে কী ঘটেছিল? সংক্ষেপে বর্ণনা দাও।
১০ . ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে কোন ফাল্গুনের কথা বলা হয়েছে? সংক্ষেপে আলোচনা কর।
১১. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের পটভূমি আলোচনা কর।
১২,’জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে কোন দেশকে জাহান্নাম বলা হয়েছে? কেন প্লট:
১৩. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে ‘হাঙর’ ‘নদী’ ও ‘গ্রেনেড’ বলতে কী বুঝিয়েছেন?
১৪. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে অখিল বাউল কী ভূমিকা পালন করে সংক্ষেপে তুলে ধর ।
১৫. বাঙালি জাতীয়তাবাদ কী?
১৬.একাত্তরের ডায়েরী’ অবলম্বনে ২৬ মার্চ ১৯৭১-এর ঢাকা শহরের বর্ণনা দাও।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ
০১. বাংলা সাহিত্যে একুশের প্রভাব আলোচনা কর।
০২. ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতায় কবির বাংলা ভাষার প্রীতি এবং ভাষা আন্দোলনের যে প্রতীকী রূপ ফুটে উঠেছে তার বিবরণ
০৩. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের আলোকে ১৯৫২ সালের প্রেক্ষাপট ব্যাখ্যা কর।
০৪ ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে বীরাঙ্গনা মেহেরজানের জীবনের স্বরূপ বিশ্লেষণ কর ।
০৫. “”কবর’ নাটকটি ভাষা আন্দোলনের শিল্পসম্মত উপস্থাপন” মন্তব্যটি যাচাই কর।
০৬,একাত্তরের চিঠি’ সংকলনের মুক্তিযোদ্ধাদের মন-মননে স্বাধীনতার ভাবনা- চেতনা কীভাবে উদ্ভাসিত হয়েছে তা উপস্থাপন কর।
০৭. ‘বীরাঙ্গনাদের যুদ্ধ চলছে যুদ্ধজয়ের পরও।’- ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মন্তব্যটি পরীক্ষা কর।
০৮।সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটোর নামকরণের সার্থকতা বিচার কর।
০৯. শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাস অনুসরণে বর্বর পাকবাহিনীর অত্যাচার নির্যাতনের বিস্তৃত বিবরণ দাও।
১০. সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের বিষয়বস্তুর বর্ণনা দাও।
১১, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাটো একদিকে ব্যক্তি মানুষের সংকট এবং অন্যদিকে মুক্তিযুদ্ধের সামষ্টিক চৈতন্য প্রতিফলিত হয়েছে।
১২. আবদুল হকের ‘বাঙ্গালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ’ গ্রন্থ অবলম্বনে বাঙ্গালি জাতীয়তাবাদের স্বরূপ বিচার কর।
১৩. একাত্তরের ডায়েরী’ স্মৃতিকথায় সুফিয়া কামাল একাত্তরের ধ্বংসযজ্ঞ এবং নির্যাতনের যে প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তা পর্যালোচনা কর।
১৪. সেলিনা হোসেনের ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার বদর।
১৫. সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ অনুসারে মুক্তিযুদ্ধকালে পাকবাহিনীর বর্বরতার স্বরূপ তুলে ধর।
১৬, ‘একাত্তরের চিঠি’ গ্রন্থে ‘মা’ ও ‘স্বদেশ’ যেন সমার্থক হয়ে ওঠেছে- মা’কে লেখা চিঠি অবলম্বনে মন্ত্রব্যটি বিচার কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply