বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ইন্টারনেট ডাটা ফেসবুক ও ইউটিউব দেখে শেষ করে ফেলছে শিক্ষকরা

প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ইন্টারনেট ডাটা বিদ্যালয়ের জরুরি কাজে ব্যবহার না করে ফেসবুক ও ইউটিউব দেখে শেষ করে ফেলছে শিক্ষকরা। বরাদ্দকৃত ডাটার যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

 

জানা গেছে, দেশের ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ জিবি করে ডাটা দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এই ডাটা প্যাকেজ দেওয়া হচ্ছে। তবে প্রাপ্ত ডাটা শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ায় ব্যবহার না করে ফেসবুক ও ইউটিউব দেখে শেষ করা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য গ্রামীন ফোনের ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ে এক মাসে ৪০০ টাকার প্যাকেজে ২০ জিবি ডাটা সরবরাহ করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে ১টি ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে এইন্টারনেট সংযোগ সর্বোেচ্চ ১০ জন শেয়ার করে ব্যবহার করতে পারে।

 

বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ মনিটরিং করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১টি ড্যাসবোর্ড রয়েছে। উক্ত ড্যাসবোর্ড

হতে বিদ্যালয়গুলির ইন্টারনেট ব্যবহারের স্ট্যাটাস তারিখ অনুযায়ী দেখা যায়। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যে, বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রমের বাইরে ফেসবুক, হোযাটসঅ্যাপ ও

ইউটিউব ব্যক্তিগত ডিভাইজে ব্যবহার করে দ্রুত ডাটা শেষ করা হচ্ছে, যা ড্যাসবোর্ডে প্রদর্শিত হচ্ছে। যে সকল বিদ্যালয়ে

শিখন-শেখানো কার্যক্রমের বাইরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা অন্যকোন স্যোসাল মিডিয়া ব্যবহার করে ডাটা ব্যবহার করা হচ্ছে সেসকল বিদ্যালয়ে তালিকা ড্যাসবোর্ড হতে সংগ্রহ করে তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং এসকল বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জবাবদিহিতার আওতায় আনা হবে। অহেতুক ডাটা ব্যবহারের সকল দায়-দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহন করতে হবে।Read more- অনলাইন ক্লাসের জন্য বিনামূল্যে ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা । অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হবে না। তারা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট পাচ্ছেন, যা ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারবেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

তবে রাষ্ট্রায়ত্ত অপারেটরটির নেটওয়ার্ক নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী ও টেলিটক কর্তৃপক্ষ বলছেন, প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সেবা দেবেন তারা। এর আগে গত বুধবার একশ’ টাকায় সারামাসজুড়ে ইন্টারনেট শিক্ষার্থীদের সেবা দেওয়া হবে বলে জানায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

মোস্তাফা জব্বার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, একেবারেই বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হচ্ছে। তাদেরকে একশ’ টাকা রিচার্জ করতে হবে। এই টাকা তারা নিবন্ধন, ভয়েস কল, এসএমএস কিংবা অন্য সময় ইন্টারনেটে খরচ করতে পারবেন। শিক্ষার জন্য যে ইন্টারনেট ব্যবহার করবেন, সেজন্য এক পয়সাও খরচ করতে হবে না।

ইউজিসি তাদের প্রকল্প বিডিরেনের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে ইন্টারনেট দিতে মোবাইল অপারেটরগুলোকে চিঠি দিয়েছিল। মোস্তাফা জব্বার বলেন, বিডিরেন থেকে যে কনটেন্ট, ক্লাস হবে সেই ডাটা ফ্রি। এক পয়সাও খরচ হবে না।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, অন্য অপারেটররা নিজেদের ব্যবসা দেখে আগে। টেলিটক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে মনে করেছি আমাদের নৈতিক দায়িত্ব। লোকসান নয়, এটা নতুন প্রজন্মের জন্য বিনিয়োগ করছি। অন্যান্য সব অপারেটরকে আহবান জানালেও সাড়া দেয়নি।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন গণমাধ্যমকে বলেন, মোবাইলে ব্যালান্স থাকলেই ইন্টারনেট দিয়ে ক্লাস করতে পারবেন শিক্ষার্থীরা। এসময় দুর্বল নেটওয়ার্ক নিয়ে তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ফোরজি রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অনেকেই জেলা বা উপজেলায় থাকে বিধায় কাভার হবে। তবে আমাদের প্রচেষ্টা থাকবে ভালো সেবা দেওয়ার বিষয়ে।

এসময় বিডিরেন সাত লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসের আওতায় আনতে টার্গেট করেছে বলে জানান টেলিটকের এমডি। তিনি বলেন, আমাদেরকে ক্লাস শিক্ষকের তালিকা দেওয়া হবে। সে অনুযায়ী শিক্ষকরা শিক্ষার্থীদের যুক্ত করবেন। সরকারের আহবানে আমরা এগিয়ে এসেছি। এক-দুইদিনের মধ্যে সেবাদান শুরু করব।

এ বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, টেলিটকের নেটওয়ার্ক সমস্যা নিয়ে অনেকেই জানিয়েছে। আশা করি, অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে। all student will get free internet for online class

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply