বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

নতুন নোটিফিকেশন দিয়ে সতর্ক করছে ফেসবুক!

নতুন নোটিফিকেশন দিয়ে সতর্ক করছে ফেসবুক!  জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চলতি বছরের অক্টোবর থেকে নীতিমালায় কিছু পরিবর্তন আনছে। জানা যাচ্ছে, এই নীতিমালার আওতায় আইনি জটিলতা কিংবা পরিচালনায় সমস্যা তৈরি করতে পারে- এমন কনটেন্ট সরিয়ে দেবে কিংবা তাতে প্রবেশাধিকার সীমিত করা হবে। ফেসবুক অ্যাপের ব্যবহারকারীরা এই (Terms of Service) বিষয়ে এখন থেকেই নোটিফিকেশন পাচ্ছেন।

নোটিফিকেশনে বলা হয়েছে, ২০২০ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকের টার্মস অব সার্ভিসের ৩.২ সেকশন আপডেট করা হবে। এর আওতায় ব্যবহারকারীদের কনটেন্ট, সেবা কিংবা তথ্য সরিয়ে নেওয়া হতে পারে কিংবা প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হতে পারে। যদি ফেসবুক কর্তৃপক্ষ মনে করে এর ফলে আইনি কিংবা পরিচালনাগত ঝামেলা এড়ানোর জন্য তা আবশ্যক। মূলত অশালীন, বর্ণবাদী ও উসকানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

নতুন নোটিফিকেশন দিয়ে সতর্ক করছে ফেসবুক!

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিন তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। Facebook New Notification

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply