বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেসবুক প্রোফাইল / পেজ ‘ব্লু-ব্যাজ’ যুক্ত করবেন যেভাবে

ফেসবুক প্রোফাইল / পেজ ‘ব্লু-ব্যাজ’ যুক্ত করবেন যেভাবে সেটি নিয়ে আজকে আলোচনা করা হবে। ফেসবুকে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। যেখানে অ্যাকাউন্টের নামের পাশে নীল বা হালকা কালো রঙের একটি টিক চিহ্ন থাকে। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে বলা হয় ব্লু -ব্যাজ। চাইলে আপনিও যথাযথ নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করতে পারেন।

ফেসবুকের নীতি বলছে, কেবল প্রামাণ্য বা বৈধ অ্যাকাউন্টের ক্ষেত্রেই ব্লু-টিক দেয়া হয়। সেক্ষেত্রে প্রথমে ইচ্ছুক ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডকে এই ব্লু -ব্যাজের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটিকে ভালো করে পরীক্ষা করে দেখেন।

ফেসবুকে প্রোফাইল বা পেজ Blue ভেরিফাইয়ের আবেদন করবেন যেভাবে

  • প্রথমে এই https://www.facebook.com/help/contact/342509036134712 ঠিকানায় প্রবেশ করুন।

  • এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।

  • প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন।

  • অফিসিয়াল আইডি (যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি আপলোড করুন।

  • অফিসিয়াল পেজের লিংক দিন।

  • Additional Information বক্সে কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।

  • এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।

আবেদনে পর বিবেচনা করে কোনো অ্যাকাউন্টের জন্য ব্লু -ব্যাজ প্রদান করে থাকে ফেসবুক কর্তৃপক্ষ।

Request a Blue Verification Badge
A verified Page or Profile has a blue checkmark next to its name. Keep in mind that verified badges are for well-known, often searched Pages and Profiles. Not all public figures, celebrities and global brands on Facebook have one.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply