বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ জেনে নিন

মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ দেখে নিন। বর্তমানে স্মার্টফোন খুব বেশিদিন ব্যবহার করা যায় না। আর ফোন একটু পুরনো হলেই ব্যবহারের সময় অনেক স্মার্টফোনই গরম হয়ে যায়। আর ফোন গরম হলে তার প্রভাব পড়ে যন্ত্রাংশে। ফলে ফোনের ‘আয়ু’ আরও দ্রুত কমে আসে।

 

মোবাইল ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ দেখে নিন

 

ছবি:  অনেকেরই ফোনের ভেতর হোয়াটসঅ্যাপ, ই-মেইলে আসা প্রচুর ছবি, ভিডিও থাকে। এতেও ফোন গরম হতে পারে। যেগুলোর প্রয়োজন নেই, সেগুলো ডিলিট করে দিন। এতেও ফোন ঠান্ডা থাকবে।

 

নেটওয়ার্কের সমস্যা: ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণেও অনেক সময় ফোন গরম হয়। নেটওয়ার্ক দুর্বল হলে, ফোন সারাক্ষণ ভালো নেটওয়ার্ক খোঁজে। এতে ফোনের প্রসেসর এবং ব্যাটারির ওপর চাপ পড়ে। সে কারণেই ফোন গরম হয়। এমন হলে যে এলাকায় যেই পরিষেবা প্রদানকারীর নেটওয়ার্ক ভালো, তাদের সিম কার্ড ব্যবহার করা উচিত।

 

অ্যাপ নির্বাচন: আপনার ফোনে যদি এমন কোনো অ্যাপ রয়েছে, যেগুলো ফোন ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে তাহলেও কিন্তু ফোন গরম হয়। এমন অ্যাপ ফোন থেকে ডিলিট করলে ফোনের ওপর চাপ কম পড়বে।

 

চার্জে দিয়ে কাজ: ফোন চার্জে বসানোর সময় তাতে কোনো কাজ করবেন না। এতে ফোন গরম হওয়ার প্রবণতা বাড়ে।

 

প্রসেসর: আপনি ফোনে কী কী কাজ করবেন আগে থেকেই ভেবে নিন। হোয়াটসঅ্যাপ, নেটমাধ্যমের ব্যবহার, সিনেমা দেখা, গান শোনা, গেম খেলাসহ সব মাথায় রেখে ফোনের মডেল নির্বাচন করুন। যদি গেম খেলতে চান, তাহলে শক্তিশালী প্রসেসর-সমৃদ্ধ ফোন কিনতে হবে। দুর্বল প্রসেসর ব্যবহার করা ফোন কিনলে তা দ্রুত গরম হবে। ফোন কেনার সময় স্পেসিফিকেশন দেখে ফোন নির্বাচন করাটাও জরুরি। তবে কিছু বিষয় খেয়াল রাখলে ফোনের তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়।

 

Check out the reason why the mobile phone is overheated. Smartphones can’t be used for a long time now. And if the phone is a little old, many smartphones get hot while using it. And when the phone is hot, it affects the parts. As a result, the phone’s “life span” decreases more quickly.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply