আসসালামু আলাইকুম স্যার।।
আমি ২০১৮ (২০১৯ অনুষ্ঠিত) সালের ডিগ্রী পাস পরীক্ষায় পাস করেছি। এখন প্রিলি মাষ্টার্সে ভর্তির জন্য কলেজে থেকে একটি প্রশংসা পত্র এনেছি কলেজ কর্তৃপক্ষ এর জন্য ৫০০ টাকা নিয়েছে। এখন আবার বোর্ড থেকে আমাদের ডিগ্রী পরীক্ষার সনদ এবং নম্বর পত্র এসেছে শুনে কলেজ থেকে সেগুলা আনতে গেলে ওখানে আবার ৫০০ টাকা ডিমান্ড করছে। বন্ধুদের থেকে জানতে পারলাম সবার থেকেই এমন ডিমান্ড করছে।। মহোদয়ের নিকট জানতে চাই যে সনদ পত্র আনতে গেলে কলেজে এই টাকা ডিমান্ড করাটা কতটুকু যুক্তি সংঙ্গত? বোর্ড কতৃপক্ষ কি এই ফি নির্ধারন করেছে?