আমি সিটি কলেজের অর্থনীতিতে 2016_17 তে ভর্তি হইছিলাম ওখান থেকে ভর্তি বাতিল করে 2017_18 তে চিটাগাং কলেজে আবার ভর্তি হইচি।। তো ইনকোর্স দিলাম। আজকে রেজিঃ কার্ড আনতে গেলাম তো ওরা বলে রেজিঃ কার্ড আসে নি।। তবে আমি যখন কলেজ পরিবর্তনের জন্য অন্য কলেজের নাম লিখছি তখন মোহসিন কলেজের নাম লিখছিলাম। কিন্তু ওখানে ভর্তি হতে পারি নি বলে চিটাগাং কলেজে ভর্তি হইছি।।
এখন সমস্যা হলো রেজিঃ কার্ড নাকি আসে নি।। কি করা যায়??