Friday, March 29, 2024
All Notice

রোবটিক্স ক্যাম্প-২০২১ ক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত Roboment Robotics Camp 2021 Registration Form

রোবটিক্স ক্যাম্প-২০২১ ক্লাস সিক্স থেকে সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত Roboment Robotics Camp 2021 Registration Form। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এক্সপার্টদের সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সংগঠণ Roboment এই ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে। এই সংগঠণে বিজ্ঞান ও প্রযুক্তির যাবতীয় কর্মকাণ্ডের প্রচার, প্রসার, শিক্ষা প্রদান, গণসংযোগ ও সহযোগীতা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়। শিক্ষার্থীদের যথাযথভাবে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তি গঠণ করা ই এই সংগঠণের মুল লক্ষ্য।

বিজ্ঞানমনস্ক প্রতিটা শিক্ষার্থীকে রোবটিক শিক্ষায় শিক্ষিত করতে Roboment আয়োজন করতে যাচ্ছে রোবটিক্স ক্যাম্পের। ১বছর ব্যাপী চলমান এই রোবটিক্স ক্যাম্পের সর্বমোট ৫টি স্টেজ। প্রথম ফ্রি স্টেজের কার্যক্রম আগামী ডিসেম্বর ০৪ , ২০২১ থেকে শুরু হতে যাচ্ছে। আগ্রহী ছাত্র-ছাত্রী বা অভিবাবক গণ রেজিষ্ট্রেশন করে নিন।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামুল্যে এই কোর্স।

১১দিন ব্যাপি ২২ঘন্টার কোর্সে রয়েছে ২৪টি রোবটিক্স ও অটোমেটিক সিস্টেমের প্রজেক্ট।
কুইজ বিজয়ী সকলের জন্য থাকছে ফেরত শর্ত সাপেক্ষে বিনামুল্যে ল্যাব ইকুইপমেন্ট ও মেটেরিয়ালস।

রেজিস্ট্রেশন ডেডলাইনঃ ডিসেম্বর ০২, ২০২১
সেশন শুরুঃ ডিসেম্বর ০৪, ২০২১

Roboment Robotics Camp 2021 Registration Form

কোর্সের টপিক গুলোঃ
১. সেন্সর ও লোড পরিচিতি।
২. প্রজেক্ট আইডিয়া ডেভেলপমেন্ট।
৩. হার্ডওয়্যার প্রোগ্রাম লিখন পদ্ধতি।
৪. সেন্সর ও লোড সম্পর্কে বিস্তারিত ও প্র্যাক্টিক্যাল জ্ঞান।
৫. রোবটিক্স ও অটোমেশনের প্রজেক্ট ডেভেলপমেন্ট।
কোর্সে যেসকল প্রজেক্ট শিক্ষার্থীরা নিজ হাতে ডেভেলপ করবেঃ
১. অটো নাইট লাইট।
২. অটো মর্নিং এলার্ম।
৩. লেজার সিকিউরিটি সিস্টেম ।
৪. অটো ফায়ার ইন্ডিকেটর।
৫. অটো ফায়ার সাইরেন।
৬. অটো ফায়ার পাম্প।
৭. অটো সু্নামি এলার্ম।
৮. অটো ওয়াটার লেভেল ইন্ডিকেটর।
৯. অটোমেটিক ফ্লাট এলার্ম।
১০. অটো ইরিগেশন সিস্টেম।
১১. সেইফ কার পার্কিং সিস্টেম।
১২. অবস্টাকল ডিটেক্টর।
১৩. অটো হ্যান্ড সেনিটাইজার।
১৪. অটো ইনডোর ল্যাম্প।
১৫. অটো থিফ ডিটেক্টর।
১৬. ক্ষতিকর প্রাণী থেকে খামার রক্ষাকরণ ডিভাইস।
১৭. মেশিন ওভারহিট ডিটেক্টর।
১৮. টেম্পারেচার কন্ট্রোল্ড ফ্যান।
১৯. ম্যানুয়েলি সুইচ ও বাটনের মাধ্যমে হোম এপ্লাইয়েন্স বা লোড কন্ট্রোলিং।
২০. মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে হোম এপ্লাইয়েন্স বা লোড কন্ট্রোলিং।
২১. ম্যানুয়েল সুইচের মাধ্যমে রোবট কন্ট্রোলিং।
২২. এন্ড্রয়েড কন্ট্রোল্ড রোবট।
২৩. ফায়ার ফাইটিং রোবট।
২৪. সকার রোবট।

কোর্স আউটলাইন ও অন্যান্য নির্দেশনা রেজিস্ট্রেশন লিংকে রয়েছে।
রেজিস্ট্রেশন লিংকঃ
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedj6S8Em7Hlnt8cdGdShqfwxwiqphHOGzmzjvuogEjUE98eg/viewform?usp=sf_link

যোগাযোগঃ Roboment R&D Lab
Shimultoli Road, DUET, BIDC Bazar, Gazipur
01866-240787

রোবমেন্ট রিসার্চ & ডেভেলপমেন্ট ল্যাব
শিমুলতলী রোড, বিআইডিসি বাজার, ডুয়েট, গাজীপুর
০১৮৬৬২৪০৭৮৭

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.