ভর্তি তথ্যসকল ভর্তি খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এক বিবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি স্নাতক সম্মান কোর্সে ভর্তি তথ্য ২০২২।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের ২২টি বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ভর্তিচ্ছুরা ২৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনলাইনে ভর্তির আবদন করতে পারবে।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এ আবেদন। এতে ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে মোট আবেদন পড়েছে ২৮২৩০জন।

এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা আছে ১৩৯৫টি।বেরোবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫১০০ জন ভর্তিচ্ছু। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৮২ জন ভর্তিচ্ছু।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এক বিবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে।

আরো পড়ুন- সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা ও ভর্তি বিজ্ঞপ্তি 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ০৬ (ছয়) টি অনুষদের ২১ (একুশ)টি বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এক বিবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির আবেদন আহ্বান করা হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন (http://brur.admissionreg.net) -এ আবেদন করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা

• এইচএসসি /আলিম বা সমমান ২০১৮ বা ২০১৯ সাল এবং এসএসসি /দাখিল বা সমমান ২০১৬ বা ২০১৭ সালে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

ইউনিট ভিত্তিক আবেদন করার শর্তাবলি

• ইউনিট A: মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসস/সমমান পরীক্ষায় ৩.৫০ ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩.০সহ মোট ৭.০০ থাকতে হবে।

• ইউনিট B: বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট ৭.৫ থাকতে হবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় ৩.৫০ ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৩.০ সহ মোট ৭.০০ থাকতে হবে।

• ইউনিট C: মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ৩.০ মোট ৬.০০ থাকতে হবে।

• ইউনিট D: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট ৭.০ থাকতে হবে এবং গণিতে কমপক্ষে (A-) থাকতে হবে ।

• ইউনিট E: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট ৭.৫ থাকতে হবে এবং গণিত ও পদার্থ বিজ্ঞানে কমপক্ষে (A-) থাকতে হবে ।

• ইউনিট F: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট ৭.৫ থাকতে হবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি/সমমান পরীক্ষায় ৩.৫ ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইউনিট ভিত্তিক আবেদন ফি   

A UNIT [কলা অনুষদ] – ৪৪০ টাকা
B UNIT [সামাজিক বিজ্ঞান অনুষদ] – ৬০৫ টাকা
C UNIT [বিজনেস স্টাডিজ অনুষদ] – ৪৯৫ টাকা
D UNIT [বিজ্ঞান অনুষদ] – ৪৯৫ টাকা
E UNIT [প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ] – ৩৮৫ টাকা
F UNIT [জীব ও ভূবিজ্ঞান অনুষদ] – ৩৮৫ টাকা

আবেদন ফি: প্রত্যেক ইউনিটের জন্য ৫০০/- টাকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদনের পদ্ধতিঃ

• বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন (http://brur.admissionreg.net) -এ আবেদন করতে হবে।

• যে কোন ইউনিটে ভর্তির আবেদন করার জন্য বেগম রােকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটের http://brur.admissionreg.net লিঙ্কে গিয়ে
‘HSC/Equivalent Application’ বাটনে ক্লিক করতে হবে।

• ‘HSC/Equivalent Application’ বাটনে ক্লিক করার পর আবেদনকারীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম এবং মাধ্যমিক বা সমমান পরীক্ষার রােল নম্বর, পাসের সন ও বাের্ডের নাম প্রদান করার ফর্ম দেখতে পাবেন।

• প্রয়ােজনীয় সকল তথ্য সঠিক ভাবে পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

• আবেদন করার পর শিউর ক্যাশ, বিকাশ, অথবা রকেটের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন সংক্রান্ত সময়সীমা

অনলাইনে আবেদনের সময়সীমাঃ আবেদন শুরু : ১৭ অক্টোবর ২০২২

আবেদন ফি পরিশোধের শেষ সময়সীমাঃ ২৭ অক্টোবর ২০২২

ভর্তি পরীক্ষার তারিখ: ১০/১১/২০১৯ রবিবার, ১১/১১/২০১৯ সোমবার, ১২/১১/২০১৯ মঙ্গলবার, ১৩/১১/২০১৯ বুধবার, ১৪/১১/২০১৯ বৃহস্পতিবার

ইউনিট ভিত্তিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট http://brur.admissionreg.net এ প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানো হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

পরীক্ষা কেন্দ্রে বা আনতে হবেঃ

• এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
• প্রবেশপত্র দুই কপি (প্রবেশপত্র দুটির এক কপি পরীক্ষার হলে সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট জমা দিতে হবে এবং অন্য কপি নিজের কাছে রাখবে)।

পরীক্ষা কেন্দ্রে যা বহন করা নিষিদ্ধ

• পরীক্ষার হল-এ মােবাইল ফোনসহ অন্য কোন রকমের ইলেকট্রনিক ডিভাইস যেমন- যে কোন ধরনের ক্যালকুলেটর, হেডফোন, মেমােরিযুক্ত ঘড়ি ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না।

ভর্তি পরীক্ষার ফলাফল

ভর্তি পরীক্ষার ফলাফল ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট http://brur.admissionreg.net এ প্রকাশ করা হবে এবং sms এর মাধ্যমে জানানাে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এই লিংকে

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বরসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েব সাইট http://brur.admissionsreg.net এ প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানানাে হবে।

MCQ পরীক্ষা এক ইউনিটভুক্ত বিভাগসমূহের  ভর্তির শর্তাবলীঃ

• এইচএসসি/সমমান পরীক্ষার পাঠ্যসূচি, সাধারণ জ্ঞান (প্রযােজ্য ইউনিটের ক্ষেত্রে) ও আইকিউ (প্রযােজ্য ইউনিটের ক্ষেত্রে) হতে Multiple Choice of Questions (MCQ) পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

• ৮০ নম্বরের জন্য সর্বমােট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১ এবং পরীক্ষার সময়কাল ১ ঘন্টা। MCQ পরীক্ষায় পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ফলাফল নির্ণয় করার নিয়মঃ ভর্তি পরীক্ষার ৮০ + SSC GPA *১.৫ + HSC GPA * ২.৫। সর্বমোট ১০০ নম্বর।

A ইউনিট ভর্তি তথ্য (কলা অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং প্রশ্ন সংখ্যা: বাংলা – ৩০, ইংরেজি – ৩০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী-১০ + আন্তর্জাতিক বিষয়াবলী-১০) – ২০

• পাস নম্বর: বাংলা বিভাগের জন্য- বাংলায় ন্যূনতম ১২ ও ইংরেজিতে ন্যূনতম ৮ সহ মোট ৩০ নম্বর
ইংরেজি বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ১২ ও বাংলায় ন্যূনতম ৮ সহ মোট ৩০ নম্বর ইতিহাস বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ৭ ও বাংলায় ন্যূনতম ৮ ও সাধারণ জ্ঞানে ন্যূনতম ৬ নম্বর সহ মোট ৩০ নম্বর

• বিষয় ও আসন সংখ্যা: বাংলা- ৬৫ [মানবিক-৪০, ব্যবসায় শিক্ষা-০৫, বিজ্ঞান-২০ ], ইংরেজি- ৬৫ [মানবিক-৩৫, ব্যবসায় শিক্ষা-০৫, বিজ্ঞান-২৫ ]
ইতিহাস ও প্রত্নতত্ত্ব- ৬৫ [মানবিক-৫০, ব্যবসায় শিক্ষা-০৫, বিজ্ঞান-১০ ]

B ইউনিট ভর্তি তথ্য (সামাজিক বিজ্ঞান অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং প্রশ্ন সংখ্যা: বাংলা – ২০, ইংরেজি – ২০, সাধারণ জ্ঞান ও দক্ষতা নিরুপন পরীক্ষা – ৪০

• পাস নম্বর: বাংলায় ন্যূনতম ৬, ইংরেজিতে ন্যূনতম ৮ নম্বর সহ মোট ৩৫ নম্বর

• বিষয় ও আসন সংখ্যা: অর্থনীতি – ৬৫ [মানবিক-২২, ব্যবসায় শিক্ষা-১১, বিজ্ঞান-৩২ ], সমাজবিজ্ঞান – ৬৫ [মানবিক-৩২, ব্যবসায় শিক্ষা-১১, বিজ্ঞান-২২ ], রাষ্ট্রবিজ্ঞান – ৬৫ [মানবিক-৪২, ব্যবসায় শিক্ষা-১১, বিজ্ঞান-১২ ], উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ – ৬৫ [মানবিক-৩২, ব্যবসায় শিক্ষা-১১, বিজ্ঞান-২২ ], গণযোগাযোগ এবং সাংবাদিকতা – ৫০ [মানবিক-২২, ব্যবসায় শিক্ষা-০৬, বিজ্ঞান-২২ ], লোকপ্রশাসন – ৬৫ [মানবিক-২৭, ব্যবসায় শিক্ষা-১১, বিজ্ঞান-২৭ ]

C ইউনিট ভর্তি তথ্য (বিজনেস স্টাডিজ অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং প্রশ্ন সংখ্যা:  X- GROUP (আবশ্যিক) বাংলা – ২০, ইংরেজি – ২০, ICT – ১০, Y- GROUP ব্যবসায় শিক্ষা শাখা- হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ৩০, মানবিক ও বিজ্ঞান শাখা- সাধারণ জ্ঞান ও আই কিউ – ৩০

• পাস নম্বর: বাংলায় ন্যূনতম ৬, ইংরেজিতে ন্যূনতম ৬ নম্বর ও Y- GROUP এ ন্যূনতম ১৩ নম্বর সহ মোট ৩০ নম্বর।

• বিষয় ও আসন সংখ্যা: ম্যানেজমেন্ট স্টাডিজ – ৬০ [মানবিক-০৫, ব্যবসায় শিক্ষা-৪৫, বিজ্ঞান-১০ ], একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস – ৬৫ [মানবিক-০৫, ব্যবসায় শিক্ষা-৫০, বিজ্ঞান-১০ ], মার্কেটিং – ৬০ [মানবিক-০৫, ব্যবসায় শিক্ষা-৪৫, বিজ্ঞান-১০ ], ফাইন্যান্স এন্ড ব্যাংকিং – ৬০ [মানবিক-০৫, ব্যবসায় শিক্ষা-৪৫, বিজ্ঞান-১০ ]

D ইউনিট ভর্তি তথ্য (বিজ্ঞান অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং নম্বর: ইংরেজি – ২০, পদার্থ বিজ্ঞান – ২০, রসায়ন – ২০, গণিত – ২০

• পাস নম্বর: গণিত বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ৬ ও গণিত বিষয়ে ন্যূনতম ৮ নম্বরসহ মোট ৩০ নম্বর। HSC তে গণিতে ন্যূনতম A grade পদার্থ বিজ্ঞান বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ৬ ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম ৮ নম্বরসহ মোট ৩০ নম্বর। HSC তে গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম A grade রসায়ন বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ৬ ও রসায়ন বিষয়ে ন্যূনতম ৮ নম্বরসহ মোট ৩০ নম্বর। HSC তে গণিত ও রসায়ন বিষয়ে ন্যূনতম A grade. পরিসংখ্যান বিভাগের জন্য- ইংরেজিতে ন্যূনতম ৬ ও গণিত বিষয়ে ন্যূনতম ৮ নম্বরসহ মোট ৩০ নম্বর। HSC তে গণিতে ন্যূনতম A grade.

• বিষয় ও আসন সংখ্যা: গণিত – ৭০ [ বিজ্ঞান-৭০ ], পদার্থ – ৭০ [বিজ্ঞান-৭০ ], রসায়ন – ৭০।[ বিজ্ঞান-৭০ ], পরিসংখ্যান – ৭০ [ বিজ্ঞান-৭০ ]

E ইউনিট ভর্তি তথ্য (প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং নম্বর: ইংরেজি –১০, ICT – ১০, পদার্থ বিজ্ঞান – ৩০, গণিত – ৩০

• পাস নম্বর: ইংরেজিতে ন্যূনতম ৪, ICT তে ন্যূনতম ৪ এবং গণিত ও পদার্থ বিষয়ে পৃথকভাবে ন্যূনতম ১০ নম্বরসহ মোট ৩০ নম্বর। [HSC তে গণিত ও পদার্থ বিষয়ে ন্যূনতম A grade.]

• বিষয় ও আসন সংখ্যা: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং[CSE] – ৪৫ [মানবিক-০০, ব্যবসায় শিক্ষা-০০, বিজ্ঞান-৪৫ ], ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং[ETE] – ৫৫ [মানবিক-০০, ব্যবসায় শিক্ষা-০০, বিজ্ঞান-৫৫ ]

F ইউনিট ভর্তি তথ্য (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ)

• পরীক্ষার বিষয় এবং নম্বর: বিজ্ঞান শাখার জন্য-
ইংরেজি-২০, পদার্থ বিজ্ঞান-২০, রসায়ন-২০, জীববিজ্ঞান/ গনিত-২০, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য- ইংরেজি-২০, সাধারণ জ্ঞান- ৪০, দক্ষতা নিরুপন পরীক্ষা- ২০

• পাস নম্বর: ইংরেজিতে ন্যূনতম ৬ নম্বরসহ মোট ৩০ নম্বর।

• বিষয় ও আসন সংখ্যা: ভূগোল ও পরিবেশ বিজ্ঞান- ৬০ [মানবিক+ব্যবসায় শিক্ষা-২০, বিজ্ঞান-৪০ ], দুর্যোগ ব্যবস্থাপনা – ৬০ [মানবিক+ব্যবসায় শিক্ষা-২০, বিজ্ঞান-৪০ ]

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এক বিবিএ প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান কোর্সে ভর্তি তথ্য ২০১৯। Begum Rokeya University (Berobi) 2018-19 academic year first year graduation (honors) admission test results have been officially released. The Vice Chancellor of the University released the results on Tuesday (December 16) afternoon in the presence of the coordinators of all the units.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group