ভর্তি তথ্যসকল ভর্তি খবর

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৯ ফেব্রুয়ারি

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৯ ফেব্রুয়ারি। গতকাল মঙ্গলবার একাদশে ভর্তির তৃতীয় ও সর্বশেষ ধাপের ফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল ১৬ ও ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষার্থী  ভর্তি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ২ মার্চ।

 

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। এরআগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি করতে পারবে কলেজগুলো। শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি করাতে কলেজগুলোকে বলেছে ঢাকা বোর্ড। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে গ্রহণ করতে নির্দেশ দেয়া হয়েছে কলেজগুলোকে।

 

মঙ্গলবার জারি করা এক বিজ্ঞপ্তি ঢাকা বোর্ড জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন শিক্ষার্থীদের ভর্তি চলবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি দুপুরে একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটের (http://www.xiclassadmission.gov.bd) প্যানেলে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে হবে কলেজগুলোকে। অনলাইনে দেয়া তালিকা অনুসারে কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি করতে হবে। তালিকার বাইরে থাকা কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

 

কলেজের ভর্তির সময় শিক্ষার্থীর এসএসসি পাসের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বলেছে ঢাকা বোর্ড। বিজ্ঞপ্তিতে বোর্ড আরও বলেছে, প্রয়োজনে শিক্ষার্থীর এসএসসির মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড জমা নেয়া যাবে। তবে, শিক্ষার্থীর পরবর্তীতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিলে মূল অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড ফেরত দেয়া হবে। রেজিস্ট্রেশন বা অন্যকোনো জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না বলেও হুঁশিয়ার করা হয়েছে কলেজগুলোকে।

 

The admission of selected students in Class XI will begin on February 19. The results of the third and final phase of admission to the 11th were released on Tuesday. The selected students will have to confirm the result between 8 pm on February 16 and 17 by submitting the registration fee of Rs 228 excluding mobile banking charges through the operator mentioned on the website. However, the migrated student will not have to confirm the admission afresh, i.e. do not have to pay the registration fee. The admission of students will continue till February 24. Classes will begin on March 2.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply