Friday, April 19, 2024
All Notice

বেফাক পরীক্ষার রুটিন ২০২৪ Befaq exam routine 2024

বেফাক পরীক্ষার রুটিন ২০২৪ Befaq exam routine 2024 প্রকাশ হতে যাচ্ছে। আমাদের ওয়েবসাইট থেকে খুব সহজেই এই পরীক্ষার রুটিন ডাউনলোড করে নিতে পারবেন। 12 সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে। সুতরাং কিছুদিনের মধ্যেই বাংলাদেশের কাওমি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে বেফাক কেন্দ্রীয় পরীক্ষার রুটিন ২০২৪ প্রকাশ করা হবে।

৪৫ তম বেফাক রুটিন PDF Download এখন আমরা 45 তম বেফাক পরীক্ষার রুটিন প্রকাশ নিয়ে আলোচনা করবো ইন শা আল্লাহ।

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। আজ ২২ ফেব্রুয়ারি, বুধবার (পয়লা শাবান ১৪৪৪ হিজরি) সকাল থেকে শুরু হয়েছে পরীক্ষা। বেফাকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের পরীক্ষায় অংশ গ্রহণ করছে বাংলাদেশের ১২,৮৬০ টি পুরুষ ও মহিলা মাদরাসা। ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৮২,৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪৯,৭১০ জন।

 

বেফাক পরীক্ষার রুটিন ২০২৪ Befaq exam routine 2024

Befaq exam routine 2021 is going to be published. You can easily download this exam routine from our EducationsinBd com website. Befaq exam routine 2023

All educational institutions are being opened from September 12. So in a few days, the routine of the Befaq examination will be published on the website of the Qaumi Madrasa Board. 45th Befaq Routine PDF Download Now we publish the routine of the 45th Befaq exam

দাওরায়ে হাদীস মাস্টার্স সমমান পরীক্ষা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত হবে। এতে বেফাকভুক্ত মাদরাসাগুলোর পরীক্ষার্থী সংখ্যা ২৩,৫৬০ জন বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাক গত কয়েক বছর যাবত বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় প্রশ্নপত্র ফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে অভিনব স্মার্ট পদ্ধতি অবলম্বন করে শতভাগ সুফল পেয়েছে, আলহামদুলিল্লাহ। সুষ্ঠু, সুন্দর, অনুসরণীয় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেফাকের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, এই ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “বেফাক পরীক্ষার রুটিন ২০২৪ Befaq exam routine 2024

Leave a Reply Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.